
লক্ষ্মীপুর প্রতিনিধি:রবিন হোসেন তাসিকন
লক্ষ্মীপুরে চার ফার্মেসিকে ৬৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে এ জরিমানা করেন জেলা সদরের সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা মোস্তফা। তিনি বলেন, মানহীন, নিবন্ধনহীন, সঠিক তাপমাত্রায় ওষুধ সংরক্ষণ না করা, লাইসেন্সের শর্ত ভঙ্গ ও মানহীন ওষুধের বিজ্ঞাপন প্রচার করায় আগ্রাবাদ ফার্মেসিকে ৩০ হাজার টাকা, ঝর্ণা ফার্মেসিকে ২৫ হাজার টাকা, বাংলাদেশ ফার্মেসিকে ১০ হাজার টাকা ও বাবুল ফার্মেসিকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের ড্রাগ সুপার মো. ফজলুল হক।