নিজস্ব প্রতিবেদক
দেশে বিভিন্ন সময় সাংবাদিকের উপর হামলা প্রতিনিয়ত হয়ে আসছে সাংবাদিক নির্যাতন বন্ধ করতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করলেও সাংবাদিক নির্যাতন বন্ধ হয়নি পুরোপুরি মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিল সাংবাদিকের বিরুদ্ধে কেউ কিছু বললে তা ব্যবস্থা নেওয়া হবে সেই কথার কয়েক দিন যেতে না যেতে চট্টগ্রামের হাটহাজারীতে মানবজমিনের হাটহাজারী প্রতিনিধি মো. আবু শাহেদকে গুম করে ফেলার হুমকি দিয়েছেন এতিমের অর্থ আত্মসাতের ঘটনায় অভিযুক্ত জামাল উদ্দিন। এ বিষয়ে প্রতিবেদন তৈরির জন্য মঙ্গলবার বিকালে ফোন করা হলে
নানা প্রশ্নের উত্তরে ক্ষিপ্ত হয়ে গালমন্দসহ গুম করে ফেলার হুমকি দেন তিনি। এ ঘটনায় আবু শাহেদ হাটহাজারী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর সাধারণ ডায়েরি লিপিবদ্ধ করার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নের মরহুম এম.এ রহিমের ব্যবসায়িক পার্টনার হিসেবে প্রতারণার মাধ্যমে ১ কোটি ৪ লাখ টাকা আত্মসাতের ঘটনায় একই উপজেলার গুমান মর্দন ইউপি’র জামাল উদ্দিনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। এ
বিষয়ে জামাল উদ্দিনের বিরুদ্ধে চিকনদণ্ডী ইউনিয়ন পরিষদ অভিযোগ করলে সেখানেও কালক্ষেপণ করেন তিনি। পরে মরহুম রহিমের স্ত্রী নিরুপায় হয়ে হাটহাজারী মডেল থানায় জামাল উদ্দিনকে বিবাদী করে একটি অভিযোগ করেন। অভিযুক্ত জামাল উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, এম.এ রহিম মারা যাওয়ার পর তার ভাই নুরুল আজমকে আমি ব্যবসায়িক সব হিসাবনিকাশ বুঝিয়ে দিয়েছি।তবে এই নিয়ে জামাল উদ্দিন কোনো ডকুমেন্ট দেখাতে পারেননি। এ ঘটনায় মানবজমিনের হাটহাজারী প্রতিনিধি আবু শাহেদ সংবাদ সংগ্রহ করার জন্য ফোন করলে সাংবাদিক প্রশ্ন করলে প্রশ্নের উত্তর দিতে না পেরে গালমন্দ এবং গুম করে ফেলার হুমকিও দিয়েছেন বলে জানা যায় গুম করার বিষয়টি পরে তিনি অস্বীকার করেন।