
গত ২৬ জুলাই ২০১৯ইং বিকাল চার টায় আশিয়া ইউনিয়নে “গাছ লাগিয়ে গড়বো সবুজ চতুর্পাশ, প্রাণ ভরে নিব সতেজ নিঃশ্বাস” স্লোগানকে সামনে রেখে সামাজিক বনায়নের মাধ্যমে সবুজ বিপ্লব সাধন করে আগামী প্রজন্মের জন্য সবুজ শীতল ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষার প্রত্যয়ে চট্টগ্রাম প্রতিশ্রুতি ফাউন্ডেশনের মাসব্যাপী বৃক্ষ রোপন ও বিতরণ কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়। সংগঠনের চেয়ারম্যান এইচ এম নজরুল ইসলামের সভাতিত্বে অনুষ্ঠিত কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন, আশিয়া ইউনিয়ন
পরিষদের চেয়ারম্যান, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি এম এ হাশেম। বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক লীগের সভাপতি আতিকুর রহমান চৌধুরী, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি কাইয়ুম চৌধুরী, শামসুল আলম সওদাগর, মো: জালাল সওদাগর। এতে বক্তব্য রাখেন, প্রতিশ্রুতি ফাউন্ডেশনের সহ-সাধারণ সম্পাদক নুরুল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক ওসমান গণি, ছাত্র কল্যাণ সম্পাদক শাহাদাত হোসেন, প্রতিশ্রুতি ফাউন্ডেশন আশিয়া শাখার সভাপতি এড. বশির উদ্দিন,
সাধারণ সম্পাদক শাকিল, সহ-সাধারণ সম্পাদক তাসিম, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, আসিফ, মোশারফ, রাব্বি, প্রচার সম্পাদক সওকত, অর্থ সম্পাদক শাকিব, ছাত্র কল্যাণ সম্পাদক সজীব, আব্দুর রহিম। এতে আরো উপস্থিত ছিলেন, তালেব, রাফি, জয়, কায়ছার, মুবিন, শাকিল, বাবু, সাজ্জাদ, রাশেদ, আবছার, আরাফাত প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে প্রায় ২ শতাধিক মানুষের মাঝে ফলজ, বনজ ও ঔষূধী ৩টি করে চারা বিতরণ করা হয়। এ কর্মসূচী বিভিন্ন এলাকা ও শিক্ষা প্রতিষ্ঠানে আগামী এক মাসব্যাপী চলমান থাকবে ইনশাআল্লাহ।