
জাতিসংঘ ঘোষিত ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন অভিষ্ট (এসডিজি) অর্জনে তারুণ্যের সক্রিয়তা অত্যধিক গুরুত্বপূর্ণ। জীবনব্যাপী মানসম্মত শিক্ষা প্রসার, দক্ষতা বৃদ্ধির মাধ্যমে নতুন প্রজন্মের শিক্ষার্থীদেরকে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অভিযাত্রায় সামিল হতে হবে। ক্ষুধা-দারিদ্রতামুক্ত দেশ গঠন, পরিবেশ সুরক্ষা-জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা, সকল ধরনের বৈষম্য প্রতিরোধ, ন্যায় বিচার-সুশাসন প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে তারুণ্যের অদম্য শক্তিকে কাজে লাগাতে হবে বলে অভিমত ব্যক্ত করেছেন
চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মো: নুরুল আলম নিজামী। এসডিজি ইয়ুথ ফোরাম’র উদ্যোগে দেশব্যাপী ছাত্র-ছাত্রীদের সাথে এসডিজি’র কর্মযজ্ঞে উদ্দীপনা সৃষ্টিপূর্বক সম্পৃক্তকরণের লক্ষ্যে প্রতিষ্ঠান ভিত্তিক ক্যাম্পেইন-১’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি উপরোক্ত মন্তব্য করেন। চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ড. শহীদুল্লাহ একাডেমিতে “ইন্সপায়ারিং এন্ড এনগেজিং স্টুডেন্টস টু এসডিজি” অনুষ্ঠান এসডিজি ইয়ুথ ফোরাম’র মানসম্মত শিক্ষা কর্মসূচীর শুভেচ্ছা দূত শামসুদ্দিন শিশির’র সভাপতিত্বে উদ্বোধক ও মূল প্রবন্ধ
উপস্থাপন করেন-নুরুল আলম নিজামী। স্বাগত বক্তব্য দেন ড. শহীদুল্লাহ একাডেমি’র প্রধান শিক্ষক শিমুল কান্তি মহাজন ও এসডিজি ইয়ুথ ফোরাম-হাটহাজারী’র সমন্বয়ক এমএ হোসেন বাদল। এসডিজি ইয়ুথ ফোরাম’র সভাপতি নোমান উল্লাহ বাহার’র স ালনায় বিশেষ অতিথি ছিলেন, হাটহাজারী উপজেলা পরিষদ’র চেয়ারম্যান এসএম রাশেদুল আলম, লেখক ও গবেষক সৈয়দ মো: জুলকরনাইন, আইনজীবী মোস্তফা আনোয়ারুল ইসলাম, হাটহাজারী উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাসেক, ড. শহীদুল্লাহ একাডেমি পরিচালনা পরিষদ’র
সভাপতি নুরুল আবছার চৌধুরী, ডেল্টা লার্নিং সেন্টার’র প্রধান নির্বাহী মো: আলমগীর, হাটহাজারী ছাত্র সমিতি’র সভাপতি মেজবাহ উদ্দিন পেয়ারু, এসডিজি ইয়ুথ ফোরাম’র সদস্য কাইয়ুমুর রশিদ বাবু, আব্দুল মন্নান হৃদয়, টিপন মহাজন, সুপ্রতীম দাশ, সমরশ্বর সিনহা প্রমুখ। অনুষ্ঠানে নুরুল আলম নিজামী বাল্যবিবাহ প্রতিরোধ, শিক্ষার্থীদের নৈতিকতা-মূল্যবোধ, ক্লাসরুম পরিচ্ছন্নতা, কারিগরি দক্ষতা বৃদ্ধি, শহরের সুবিধাসমূহ গ্রামেও সঠিকভাবে ব্যবহার নিশ্চিত করা সহ বিশ্ব নাগরিক হিসেবে গড়ে ওঠার উপর গুরত্বারোপ করেন।