
সমাজসেবী এবং মানবাধিকারের সদস্য রোকেয়া সুলতানার সংগঠন একতার উদ্যোগে গত ১৮ই জুলাই বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় কেন্দ্রীয় শহীদ মিনারে নারী ও শিশু ধর্ষন এবং নির্যাতনের প্রতিবাদে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানের সমাজসেবী এবং মানবাধিকার সদস্য রোকেয়া সুলতানার সংঘঠন “একতা” এবং এর সদস্যদের উদ্যোগে উক্ত সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারীনেত্রী, সমাজসেবী এবং মানবাধিকার এর সদস্য রোকেয়া সুলতানা। সমাবেশে আরো
বক্তব্য রাখেন, কারিতাস মাদারবাড়ির, স্মাইন প্রকল্পের প্রধান আব্দুল জলিল, ফিল্ড অফিসার স্বরাসতী সরকার। বক্তব্য রাখেন, “একতা” সংগঠনের সদস্য কামরুন নাহার মিম, হাবিবুর ফাহিম, আরহান, আয়াত, নাজু, রাশেদ, আরিফুল ইসলাম, সোহেলসহ আরো অনেকে। সমাবেশে সকল বক্তাদের স্লোগান ছিল একটায় ধর্ষকের বিচারে আপোষ নয় এবং নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষনের শিকার যারা হচ্ছে তাদের পাশে থাকা এবং তাদের সাথে হওয়া ঘটনার বিচার প্রতিষ্ঠা করা। যাতে বিচার এবং শাস্তির ভয়ে ধর্ষক তথা ধর্ষনকারী দ্বিতীয় বার এমন
কাজ করতে না পারে। সমাবেশে নারী ও শিশু নির্যাতনের এবং ধর্ষনের বিষয়ে সবাইকে এক হয়ে প্রতিবাদ এবং প্রতিরোধ করার আহ্বান জানিয়ে সমাবেশ সমাপ্ত করা হয়। একই বিষয়ে আলোচনার জন্য পশ্চিম মাদারবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সচেতন করার জন্য কে ক্যাম্পেইনের আয়োজন করা হয়। উক্ত ক্যাম্পেইনে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ইয়াসমিন আরা বেগম এবং সহকারী শিক্ষক মো: ইউনুস। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সমাজসেবী এবং নারীনেত্রী রোকেয়া সুলতানা।