
ন্যাশনাল ইন্সটিটিউট অব টেকনোলজি (এনআইটি)’র নবীন বরণ অনুষ্ঠান ২০১৯ অদ্য ১ আগষ্ট নগরীর মুরাদপুরস্থ এনআইটির কনফারেন্স হলে প্রতিষ্ঠানের চেয়ারম্যান আহসান হাবীব’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত কমিশনার (উন্ন্য়ন) মোঃ নুরুল আলম নিজামী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রিজের প্রাক্তন পরিচালক মাহফুজুল হক শাহ, শিক্ষা চিন্তক শামসুদ্দীন শিশির, এসডিজি ইয়ুথ ফোরামের সভাপতি নোমান উল্লাহ বাহার, এনআইটি’র পরিচালক নিগার
সুলতানা প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি নুরুল আলম নিজামী বলেন, বাংলাদেশ সরকার কারিগরি শিক্ষার প্রসারে বহুমাত্রিক পদক্ষেপ দ্রুতগতিতে বাস্তবায়নে মাধ্যমে সমৃদ্ধ দেশ গড়তে এগিয়ে যাচ্ছে। পুঁথিগত শিক্ষার চাইতেও দক্ষতামুখী কারিগরি শিক্ষা সর্বাধিক প্রয়োজন। এনআইটি’র দক্ষতামুখী জ্ঞান প্রক্রিয়ায় ইতিবাচক নৈপুণ্যতা দক্ষ জনগোষ্ঠী তৈরীতে ভূমিকা রাখছে। দেশের জনসংখ্যাকে কারিগরি শিক্ষার মাধ্যমে জনস¤পদে পরিণত করার উপর গুরুত্বারোপ করেন প্রধান অতিথি। এনআইটি’র চেয়ারম্যান আহসান হাবিব বলেন,
শিক্ষার্থীদেরকে প্রতিযোগীতামূলক বিশ্বে ঠিকে থাকার উপযোগী হিসাবে গড়ে তুলতে এনআইটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে নবীনদের উদ্দেশ্যে ব্যক্তিগত জীবন গঠনের ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির পাশাপাশি নৈতিক ও মূল্যবোধ শিক্ষার উপর জোর দিতে হবে বলে অভিমত ব্যক্ত করেন শামসুদ্দীন শিশির। এছাড়াও মাহফুজুল হক শাহ বলেন, উন্নত দেশ হিসেবে বাংলাদেশকে উন্নীত করতে বহু ইন্ডাস্ট্রিয়াল জোন হচ্ছে, শিল্পকারখানা প্রতিষ্ঠা হবে অগণিত, সে সকল প্রতিষ্ঠানের অনেক দক্ষ জনগোষ্ঠীর প্রয়োজন হবে। এনআইটি সেই কাঙ্খিত জনগোষ্ঠী তৈরি করতে প্রাগ্রসর হবে।