সাম্প্রতিককালে সংঘটিত ডেঙ্গু ও চিকনবুনিয়া প্রতিরোধকল্পে অন্যান্য সকল সরকারী শিক্ষা প্রতিষ্ঠানের মতো কোতোয়ালী থানাধীন কোরবানীগঞ্জ এলাকার লামাবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এলাকার জনগণকে সতর্ক করার লক্ষ্যে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ এবং ম্যানেজিং কমিটির সদস্যদের নিয়ে একটি বিশেষ আলোচনামূলক অনুষ্ঠান ও
পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। আলোচনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ঝর্ণা সেনগুপ্ত, ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য মো: এনামুল হক, মহিলা সদস্য আরজুমান বেগম, মুন্নী গুহ সহ সচেতন অভিভাবকগণ আলোচনায় অংশগ্রহণ করেন। আলোচনা শেষে সকল অভিভাবক, শিক্ষক-শিক্ষিকাগণ ও শিক্ষার্থীরা মিলে বিদ্যালয় প্রাঙ্গণে ও চারপাশ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন।