
দক্ষিণ চট্টগ্রামের বন্যায় কবলিত ও শঙ্খ নদীর ভাঙ্গন এলাকা চন্দনাইশ ও সাতকানিয়ায় কৃষকের কৃষি ঋণ মওকুফ করার দাবিতে অদ্য ০৫ আগস্ট চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক দলের সভাপতি সৈয়দ এম. সাইফুদ্দিনের সভাপতিত্বে এক মানবন্ধন ও বাংলাদেশ কৃষি ব্যাংক খোদারহাট শাখার ম্যানেজার বরাবরে স্মারক লিপি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা কৃষক দলের সভাপতি মঞ্জুর আহমেদ, সাধারণ সম্পাদক শামসুল আলম, কর্ণফুলী থানা কৃষক দলের সভাপতি নজরুল ইসলাম, জেলা কৃষক দলের দপ্তর সম্পাদক
নোমান ফারুকী, জেলা কৃষক দল সদস্য আব্দুল হামিদ, এমদাদ হোসেন আনসারী, স্থানীয় কৃষক দল নেতা মোঃ নাসির, মোজাম্মেল হোসেন, মোঃ কামাল হোসেন, মোঃ মহিউদ্দিন, আব্দুল জলিল, মোঃ এহসানুল করিম প্রমুখ। এসময় বক্তারা বলেন, বর্তমান বছরের বোরো মৌসুমে কৃষক ধানের ন্যার্য্য মূল্য পায়নি। ধানের উৎপাদন খরচ থেকে বিক্রয় মূল্য কম হওয়ায় কৃষক সর্বশান্ত হয়েছে এবং অধিক পরিমানে ঋণগ্রস্থ হয়েছে। যেখানে দু-বেলা দু-মুঠো ভাত যোগাড় করা দুঃসাধ্য, সেখানে ঋণ পরিশোধ করা একটা কঠিন ব্যাপার। এর মধ্যে বিষ পোড়ার মত
বন্যা কৃষককে আকুল পাথারে বাসিয়ে দিয়েছে। ফসল নষ্ট, বাড়ী ঘর, গবাদি পশু পানির নিচে নিমজ্জিত হয়ে কৃষক এক অপূরণীয় ক্ষতির মুখোমুখি। কৃষক বিরোধী সরকার বরাবরের মত নির্বিকার। সরকারের গণবিরোধী নীতির কারণে কৃষক ধানের ন্যায্য মূল্য পায় না। কৃষকের শস্যের কোন বীমা নেই। ঋণের কোন সহজ লভ্যাতা নাই। তাই বন্যা কবলিত এলাকায় কৃষি ঋণ মওকুফের জোর দাবী জানাচ্ছি। জাতীয়তাবাদী কৃষক দল, কৃষক জনগণের স্বার্থে আন্দোলন করছে এবং এ আন্দোলন অব্যহত থাকবে।