চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চসিক মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দিন বলেছেন, ১৫ আগস্টের শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতিতে সকল আওয়ামী পরিবারকে বিভেদের রাজনীতি হতে বিরত থাকতে হবে। আগামী ২০২০ সালে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালনে সকলকে ঐকবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু হত্যাকারীদের অনেকের ফাঁসির রায় কার্যকর হলেও যারা পলাতক রয়েছে তাদেরকে দেশে এনে অবিলম্বে ফাঁসির রায়
কার্যকর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, ১৩নং পাহাড়তলী ওয়ার্ডে উন্নয়নের সফল কারিগর চার বারের নির্বাচিত কাউন্সিলর মোহাম্মদ হোসেন হিরণ এর নেতৃত্বে পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীকে সুষ্ঠু রাজনীতি চর্চা করতে করতে হবে। অদ্য ১৫ আগস্ট দুপুর ১২টায় টাইগারপাস বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ১৩নং পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত শোকর্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ১৩নং পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী
লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমেদ ভূইয়ার সভাপতিত্বে ও মাসুদ রেজার স ালনায় প্রধান বক্তা ছিলেন খুলশী থানা আওয়ামী লীগের আহ্বায়ক ও ১৩নং পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোহাম্মদ হোসেন হিরন। এতে আরো বক্তব্য রাখেন চসিক সংরক্ষিত মহিলা কাউন্সিলর আবিদা আজাদ, কেন্দ্রীয় রেলওয়ে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. সিরাজুল ইসলাম সিরাজ, খুলশী থানা আওয়ামী লীগ নেতা আলী আশরাফ মজুমদার, ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর হোসেন স্বপন, মহানগর আওয়ামী
যুবলীগ সদস্য অধ্যাপক মো. কাজী মুজিবুর রহমান মুজিব, মাসুদ রেজা, রতন মল্লিক, ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কাশেম, মঈনুদ্দিন রূপম, নাদিরা সুলতানা হেলেন, সাংগঠনিক সম্পাদক খোন্দকার মো. সাইফুল ইসলাম মামুন, আনোয়ার হোসেন বাবু, আইন বিষয়ক সম্পাদক এড. হোসাইন আল আসকারী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অধ্যাপক মো. সাইদুল কবির বাহার, মানবসম্পদ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা হুমায়ুন কবীর, সমাজকল্যাণ সম্পাদক জাফরুল্লাহ মজুমদার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক
আবদুল মতিন, যুব ও ক্রীড়া সম্পাদক মো. দেলোয়ার হোসেন কিরণ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মির্জা হাফিজুর রহমান সোহেল, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল হান্নান হীরা, দপ্তর সম্পাদক এবিএম আকরামুল হক, সহ-দপ্তর সম্পাদক সঞ্জয় কুমার, সাংস্কৃতিক সম্পাদক মো. সাইফুল ইসলাম, খ ইউনিট আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর, গ ইউনিট আওয়ামী লীগ সভাপতি মো. ইদ্রিস মিয়া, ঘ ইউনিট আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন মাস্টার, ব্যবসায়ি ও আওয়ামী লীগ নেতা মো. মাহমুদুর রহমান মাহমুদ, যুবলীগ নেতা নজরুল
ইসলাম মিয়াজী, মাজহারুল ইসলাম ফরহাদ, মোস্তফা আমির, মো. সাইফুল ইসলাম, নয়ন চন্দ্র দাশ, মাসুদ রানা, মো. জসিম উদ্দিন, মো. সামশুদ্দিন, মো. আকবর আলী, অহিদুল ইসলাম রুবেল, ছাত্রলীগ নেতা রুবেল সরকার, ওয়ালেস ঝাউতলা কলোনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহসিন, টিপিপি কলোনী হাই স্কুলের প্রধান শিক্ষক মৃণাল কান্তি দাশ, ঢাকা মহানগর যুব মহিলা লীগের সিনিয়র সহ-সভাপতি ফরিদা আকতার, ২৩নং পাঠানটুলী ওয়ার্ড আওয়ামী লীগ নেতা লোকমান হোসেন, রেলওয়ে শ্রমিক লীগ নেতা রফিকুল ইসলাম, ৪নং ছিন্নমূল
সংগ্রাম সমন্বয় পরিষদের সভাপতি শহিদুল ইসলাম, খুলশী থানা আওয়ামী মোটর চালক লীগের সভাপতি দেলোয়ার হোসেন বাবুল, শেখ রাসেল স্মৃতি সংসদের সহ-সভাপতি মো. আমির হোসেন, ১৩নং পাহাড়তলী ওয়ার্ড প্রজন্ম-৭১ এর আহ্বায়ক মো. বেলাল হোসেন মনা, যুব মহিলালীগের আহ্বায়ক জাহানারা বেগম, বেবি আকতার প্রমুখ। অনুষ্ঠানে ১৫ আগস্ট নিহতদের স্মরণে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা মো. আরিফুল ইসলাম। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ দু:স্থদের মাঝে খাবার বিতরণ করেন।
অনুষ্ঠানের শুরুতে আমবাগান আবহাওয়া অফিস হতে শোকর্যালি ওয়ার্ড আওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মহি উদ্দিন আহমেদ ভূইয়ার নেতৃত্বে ওয়ার্ডের বিভিন্ন এলাকা পদক্ষিণ শেষে টাইগারপাস স্কুল মাঠে এসে শেষ হয়। র্যালিতে বিভিন্ন স্কুলের পরিচালনা পরিষদের সদস্য, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা অংগ্রহণ করে।