
গত ১৮ আগস্ট সন্ধ্যায় “চট্টলা আবৃত্তি একাডেমী”র আত্মপ্রকাশ অনুষ্ঠান চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীর জয়নুল আর্ট গ্যালারি হলে সংগঠনের পরিচালক সুপ্রিয়া চৌধুরীর স ালনায় অনুষ্ঠিত হয়। উক্ত আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন সাবেক অধ্যক্ষ রীতা দত্ত। “বাঙালী সত্তায় চট্টলা” বৃন্দ আবৃত্তি’র মধ্য দিয়ে
অনুষ্ঠানের সূচনা হয়। উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন রাজকল্যাণ দত্ত, সাঁঝবাতি বিশ্বাস, রূপশ্রী দত্ত, অন্বেষা বিশ্বাস, চন্দ্রিমা ঘোষ, কুমার প্রীয়ম দাশ, ঐন্দ্রিলা ঘোষ, প্রিয়ন্তী রায় ও সুজন নীল প্রমুখ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল বন্ধু সংগঠন ও অতিথিদের শুভেচ্ছা বক্তব্য এবং আবৃত্তি পরিবেশনা।