রামু-কক্সবাজার’র প্রাক্তন সংসদ সদস্য ও রাষ্ট্রদূত অধ্যক্ষ ওসমান সরওয়ার আলম চৌধুরীর ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বঙ্গবন্ধু একাডেমি কেন্দ্রীয় কমিটি আয়োজিত স্মরণ সভায় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান প্রধান অতিথির বক্তব্যে বলেছেন- ওসমান সরওয়ার আলম চৌধুরী শুধুমাত্র কক্সবাজার ও রামুর সন্তান নন তিনি তাঁর সৃষ্টিশীল কর্মকান্ড ও সামাজিক-সাংস্কৃতিক সমাজ সেবায় বাংলাদেশের সম্পদ হয়ে ওঠেছিলেন উল্লেখ্য করে, তিনি আরো বলেন, মানুষের দুঃখ ও কষ্ঠের কথা বুঝতে পারতেন মহান মানুষ ওসমান সরওয়ার। তিনি আরো বলেন-রামু-
কক্সবাজারে তিনি ব্যাপক উন্নয়ন করেছেন। যে কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওসমান সরওয়ারকে খুব বিশ্বাস করতেন এবং আন্তরিকতার সহিত সরওয়ার ভাই বলে সম্বোধন করতেন। সৎ মানুষ হিসেবে তিনি যুগ যুগ ধরে মানুষের মনিকোঠায় অমর হয়ে থাকবেন। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম বলেন-দেশমাতৃকার সেবায় ওসমান সরওয়ার আলম চৌধুরী মুক্তিযুদ্ধের পক্ষে সারাজীবন কাজ করে গেছেন। সামাজিক কর্মকান্ডের পাশাপাশি তিনি কক্সবাজার-রামুতে স্কুল-কলেজ, মাদ্রাসা-মন্দির, সাংস্কৃতিক কমপ্লেক্স প্রতিষ্ঠা করে ইতিবাচক
রাজনীতিকে মাইলফলক হিসেবে অধিষ্টিত করেছেন। বঙ্গবন্ধু একাডেমি কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজল আহমদ’র সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আলী আহমেদ শাহীন’র স ালনায় বক্তব্য রাখেন, সূফী গবেষক মুক্তিযোদ্ধা হায়দার আলী চৌধুরী, জাসদ নেতা ভানুরঞ্জন চক্রবর্তী, সাংবাদিক সৈয়দ দিদার আশরাফী, এডভোকেট আশুতোষ দত্ত নান্টু, অধ্যক্ষ নজরুল ইসলাম খান, সাংস্কৃতিক সংগঠক প্রণবরাজ বড়–য়া, আওয়ামী লীগ নেতা শহীদুর রহমান খোকন, মুক্তিযোদ্ধা বাদশা মিয়া, নারী সংগঠক পারভীন আক্তার চৌধুরী, অজিত কুমার শীল
(মাস্টার), ছাত্রলীগ নেতা এম মঞ্জুরুল আলম, রিমন মুহুরী, সাংবাদিক ছরোয়ারুল আলম, আরিফুল আকবর, হারুন রশিদ, আসিফ ইকবাল, জামাল উদ্দিন কান্টু, এম নুরুল হুদা চৌধুরী, ইউনুছ মিয়া, মো: তিতাস, ইমরান সোহেল, মো: হোসেন খান, শিল্পী হানিফুল ইসলাম চৌধুরী। মরহুম অধ্যক্ষ ওসমান সরওয়ার আলম চৌধুরী বিদেহী আত্মার মাগফেরাত ও দেশের শান্তি সমৃদ্ধি কামনা করে মিলাদ ও মুনাজাত করেন মাওলানা মাহবুবুর রহমান প্রমুখ।