
অদ্য ২৮ আগস্ট রোজ বুধবার সকাল ১০.০০ ঘটিকা থেকে চট্টলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কামাল ইশকে মুস্তাফা (দ.) ফাজিল মাদ্রাসার হল রুমে সুচিন্তা বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের আয়োজনে জঙ্গীবাদের বিরোধী আলেম ওলামা ও শিক্ষার্থী সমাবেশ সুচিন্তা বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক এডভোকেট জিনাত সোহানা চৌধুরীর সভাপতিত্বে অধ্যাপক কাজী মোঃ আমিন উল্লাহর স লনায় অনুষ্ঠিত হয়। সমাবেশে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন কামাল ইশকে মুস্তাফা (দঃ) কমপ্লেক্স ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান আলহাজ্ব ছৈয়দ মুহাম্মদ আনোয়ার হোছাইন (মা.জি.আ.)। সমাবেশে প্রধান
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রিয় ধর্ম ও উপ কমিটির সদস্য ও বঙ্গবন্ধু উলামা পরিষদ চট্টগ্রাম মহানগর এর সভাপতি মাওলানা রবিউল আলম সিদ্দিকী ও বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নেজাম উদ্দিন। এসময় আরও উপস্থিত ছিলেন আলহাজ্ব এম. কায়কোবাদ, আলহাজ্ব মুহাম্মদ নুরুল আমিন, অধ্যক্ষ তোয়াহা মুহাম্মদ মুদ্দাচ্ছির, সহ সভাপতি ডাঃ মাওলানা ইউনুছ ওয়াহেদী, সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মদ নেজাম উদ্দীন সুলতানী, মাওলানা
মাহফুজুর রহমান, মিছবাহ, এরশাদ, ওসমান, কমর উদ্দিন, আরফাতুর রহমান, অধ্যাপক মুহাম্মদ নাজেম উদ্দিন, মাওলানা শহীদুল্লাহ, নিলুফার আকতার, মুহাম্মদ মনজুরুল আলম, আবদুল আলিম, ওমর ফারুক নওফেল, মাওলানা আবদুল কাদের প্রমুখ।সমাবেশে প্রধান অতিথি মেয়র আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দিন বলেন, ইসলামে সন্ত্রাস ও জঙ্গিবাদের কোন স্থান নেই। যারা পরকালের জান্নাত এর লোভ দেখিয়ে সাধারণ ও কোমলতি মানুষকে হত্যা করার জন্য প্ররোচনা দেয় তারা কখনোও ইসলামের অনুসারী হতে পারে না। ইসলাস শান্তির ধর্ম। প্রত্যেক মাদ্রাসায় শিক্ষির্থীরা উচিত স্ব স্ব অবস্থান থেকে জঙ্গিবাদ বিরোধী অবস্থান গ্রহণ করা প্রয়োজন।