
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মো: জহুরুল আলম জসিম বলেন, দায়িত্ব গ্রহণের চার বছরের মধ্যে ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডের প্রায় ১২০ কোটি টাকার কাজ সম্পন্ন হয়েছে। আগামী ১ বছরের মধ্যে আরো ২৩ কোটি টাকার কাজ চলমান আছে। একটি কুচক্রী মহল উন্নয়ন কাজের বাধা দিতে গিয়ে আমার নামে মামলা ও মানববন্ধন করে উন্নয়ন কাজের ব্যাঘাত সৃষ্টি করে তবুও ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডে উন্নয়ন কাজ অব্যাহত রয়েছে। কর্পোরেশনের জায়গা অবৈধ দখলকারীরা নিজ নিজ উদ্যোগে
অবৈধ স্থাপনা না সরালে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবে কর্পোরেশন। পাশাপাশি যারা সামাজিক উন্নয়ন কাজে বাধা সৃষ্টি করবে তাদেরকে সামাজিকভাবে প্রতিহত করা হবে। গ্রীন ও ক্লিন সিটির রূপকার নগর পিতা মাননীয় সিটি মেয়র আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দিনের ঘোষিত উন্নয়ন কাজের সুফল ভোগ করতে হলে নগরবাসী মনের পরিবর্তন করতে হবে। জলাবদ্ধতা নিরসনের নালা নর্দমায় দৈনন্দিন দিনের গৃহস্থলির বর্জ্য অপসারণের লক্ষ্যে জনগণকে সচেতন করার জন্য ডোর টু ডোর বিনামূল্যে বিন বিতরণ কার্যক্রম চালু করলেও বর্তমানে কিছু কিছু জনগণ এখনও নালা নর্দমায় ময়লা
ফেলে জলাবদ্ধতা সৃষ্টি করছে এবং উন্নয়ন কাজকে সুনজরে দেখছেনা। তাই উন্নয়ন কাজ দেখতে হলে চোখের পরিবর্তনের চেয়ে মনের চোখ দিয়ে দেখলেই উন্নয়ন দেখা যাবে। অদ্য ২৯ আগস্ট সকাল ১১টায় পূর্ব ফিরোজশাহ্ আবাসিক এলাকার বঙ্গবন্ধু চত্বর হতে রেলবিট পর্যন্ত সড়ক ও দুপাশের ড্রেনের কাজের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। এসময় উপস্থিত ছিলেন-উপ-সহকারী প্রকৌশলী অলি
আহমেদ, মোশাররাত শাহীন তাবাচ্ছুম, মুক্তিযোদ্ধা মো: নুরুল আনোয়ার, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো: জসিম উদ্দিন, সড়ক পরিদর্শক মো: নুরুল আবছার, ঠিকাদারী প্রতিষ্ঠান হৃদিকা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী প্রভাষ চন্দ্র বণিক, পূর্ব ফিরোজশাহ্ জনকল্যাণ সংস্থার সভাপতি মো: গিয়াস উদ্দিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উন্নয়ন কাজের সফলতা কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।