
জলছবি খেলাঘর আসরের ৩৮ বছর পূতি উৎসব ও সম্মেলন ২০১৯ সম্পন্ন মুক্তিযুদ্ধের চেতনায় প্রজন্ম গড়তে জলছবি খেলাঘর’র নিরন্তর পথচলা
১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের চেতনাকে বুকে ধারণ করে জন্ম নেয়া বাংলাদেশের সর্ববৃহ জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘর। সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে এদেশের শিশু-কিশোরদের দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভার বিকাশ, সুন্দর মননে গড়ে তুলতে খেলাঘর বদ্ধপরিকর। খেলাঘর শিশু-কিশোরদের সাংস্কৃতিক বিকাশ,
ক্রীড়া, দেশের মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্বপ্নপূরণে বদ্ধপরিকর খেলাঘর। সুখী সমৃদ্ধ অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে তার পথচলা। এরই ধারাবাহিকতায় এনায়েত বাজারস্থ জলছবি খেলাঘর আসর গত ৫ ও ৬ সেপ্টেম্বর এনায়েদ বাজার ওয়ার্ড অফিস প্রাঙ্গণে উদযাপন করে সংগঠনের ৩৮ বছর পূর্তি ও সম্মেলন ২০১৯। এডভোকেট মো: সফিউল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনোয়ার জাহান মনির স ালনায় উদ্বোধনী পর্বে জাতীয় পতাকা উত্তোলন করেন, ২২নং এনায়েত বাজার ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব সলিমুল্যাহ বাচ্চু। খেলাঘর পতাকা উত্তোলন করেন, খেলাঘর
চট্টগ্রাম মহানগরী কমিটির সভাপতি অধ্যাপক ডা: এ.কিউ. এম সিরাজুল ইসলাম। এসময় খেলাঘরের শিশু-কিশোর ভাই-বোনেরা বেলুন উড়ানোর মধ্যদিয়ে সম্মেলনের শুভ সূচনা করেন। এর পর ব্যানার-পেস্টুন সহকারে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সম্মেলনস্থলে এসে শেষ হয়। জলছবি খেলাঘর আসর সভাপতি এডভোকেট সফিউল আলম’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথি ছিলেন, শহীদ জায়া ও ভগ্নি বেগম মুশতারী শফি। প্রধান আলোচক ছিলেন, খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির সভাপতি অধ্যাপক ডা: এ.কে.এম সিরাজুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির সহ-সভাপতি শিক্ষাবিদ অজিত আইচ, খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী রূপক চৌধুরী, মুক্তিযোদ্ধা ফজল হোসেন, রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক মো: আলী শাহ্। বক্তব্য রাখেন-এসকেন্দার আলী, সরোয়ার জাহান সারু, সাইফুদ্দিন আহমেদ শফি। আলোচনা শেষে জলছবি খেলাঘর আসরের ভাই-বোনদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সাবেকুন নাহার সিদ্দিকী ঝর্ণা’র সাংস্কৃতি অনুষ্ঠান পরিকল্পনা ও আলিসার পরিচালনায় তবলায় সংগত করেন
চন্দন। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা হলেন, অথৈই, অবন্তি, মিথিলা, দিয়া, আয়ুশী, শান্ত, কণিকা, ধ্র“ব, রাজদ্বীপ, তুহিন, অর্পিতা, রিয়া, মুনা, রাহুল, সৌমেন, তুষার, জিতু, অর্পিতা, সিয়াম, অয়ন, পুজা দে, চয়ন, পুজা, শাবন্তী, তাসফিয়া, অর্পনা, দিশা, সৌরভ, অধরা, আদর, স্বপ্না, আনিকা, ধ্র“ব, নন্দিনী, সৌরভ, ঐশী, বিউটি, রাজেশ, কাকন, জলিল, তিশি, প্রান্ত, নদী, সাগর, শ্রাবন প্রমুখ। সহযোগিতা করেন-মুনির, শাওন, প্রান্ত ও সাগর। অনুষ্ঠানে বক্তারা বলেন- জলছবি খেলাঘর আসর প্রতিষ্ঠার ৩৮ বছরে এলাকায় শিশু-কিশোরদের মনন বিকাশ ও মুক্তিযুদ্ধের চেতনায় প্রজন্ম গড়ে তোলার জন্য নিরলসভাবে কাজে করে যাচ্ছে। যা প্রশংসার দাবিদার। আগামীতে শিশু-কিশোরদের সঠিক পথের দিশারী হয়ে জলছবি খেলাঘর আসর কাজ করে যাবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। শেষে
এডভোকেট মো: সফিউল আলমকে সভাপতি ও মনোয়ার জাহান মনিকে সাধারণ সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট জলছবি খেলাঘর আসরের নতুন কমিটি ঘোষণা করা হয়। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য মিজানুর রহমান ইউনুচ। শপথ বাক্য পাঠ করান চট্টগ্রাম মহানগরী কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী রূপক চৌধুরী। আগামীতে নব উদ্যমে জলছবি খেলাঘর আসরকে এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয়ে জলছবি খেলাঘর আসরের সম্মেলন সম্পন্ন হয়।