
চট্টগ্রাম: ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল চট্টগ্রাম অ লের আয়োজনে অহিংসায় বুনি সম্প্রীতির দেশ শীর্ষক আন্তর্জাতিক অহিংস দিবসের গোলটেবিল বৈঠক বুধবার নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল চট্টগ্রামের আ লিক ব্যাবস্থাপক মোঃ সদরুল আমিন এর স ালনায় গোলটেবিল বৈঠকে অংশগ্রহন করেন, চট্টগ্রাম মহানগর বিএনপির সহ সভাপতি এম এ আজিজ, চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি কামাল তালুকদার, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন মোঃ এমরান, চট্টগ্রাম উত্তর
জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ জোবায়ের, মহানগর বিএনপির উপদেষ্টা জাহেদুল করিম কচি, ইলমার এক্সিকিউটিভ ডিরেক্টর জেসমিন সুলতানা পারু, উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দিলোয়ারা ইউসুফ, সাধারণ সম্পাদক বাসন্তী প্রভা পালিত, উত্তর জেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিন, দক্ষিণ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জান্নাতুল নাঈম রিকু, উত্তর জেলা বিএনপি নেত্রী জান্নাতুল ফেরদৌস, দক্ষিণ জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক এড. কামেলা খানম রুপা, ক্যাব চট্টগ্রামের সভাপতি এস এম নাজের হোসাইন, সিআরসিডি এক্সিকিউটিভ ডিরেক্টর ইকবাল বাহার সাবেরী, সংশপ্তকের প্রধান নির্বাহী
লিটন চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগের মাষ্টার ট্রেইনার প্রকৌশলী সনাতন চক্রবর্তী বিজয়, মাহমুদুল ইসলাম রাসেল, বিএনপি’র মাষ্টার ট্রেইনার জসিম উদ্দিন চৌধুরী, ইরফানুল হাসান রকি, সাইফুল আলম, জাতীয় পার্টির মাষ্টার ট্রেইনার রাশেদুল হক খোকন, ডিআই ফেলো তানজিদ ওয়াহিদ লোটাস, আতা ই রাব্বী প্রমুখ। গোলটেবিল বৈঠকে বক্তারা বলেন, সমাজের সহনশীলতার চর্চা বৃদ্ধিতে পারস্পরিক শ্রদ্ধাবোধ জাগিয়ে তুলতে হবে। সহিংসতা নিরসনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও রাজনৈতিক অঙ্গনের সর্বত্র পরমতসহিষ্ণুতার চর্চা বাড়াতে হবে।