
নিজস্ব প্রতিবেদক:
দীর্ঘ সময় ভারতীয় পেঁয়াজ আমদানি রপ্তানি বন্ধ থাকায় পেঁয়াজের দাম আকাশচুম্বী হয়ে যায় কয়েকদিন ধরে ৯০ থেকে ১০০ টাকা দরে সাধারণ মানুষকে পেঁয়াজ কিনে খেতে হয়, দেশের বিভিন্ন স্থানে প্রশাসনের বাজার মনিটরিংয়ের কারণে হিলি স্থলবন্দরে এক ধাক্কায় কেজিতে ৩০ থেকে ৩৫ টাকা কমেছে আমদানি করা পেঁয়াজের দাম।বন্দরের আড়ত ও খুচরা বাজারে ৬০ থেকে ৭০ টাকার মধ্যে পেয়াঁজ বিক্রি হচ্ছে। বন্দরের আড়তগুলোতে মজুদ করা পেঁয়াজ বাজারে ছেড়ে দেয়ায় দাম দ্রুত কমছে বলে জানিয়েছেন আড়তদাররা। ভারত পেঁয়াজ রফতানি বন্ধ করার পর হিলি
বন্দরের বেশিরভাগ আড়ত বন্ধ থাকলেও আজ থেকে সবগুলো আড়ত খোলা থাকায় পেয়াঁজের দাম কমে এসেছে বলে জানিয়েছেন বন্দরের ব্যবসায়ীরা। পাশাপাশি আমদানি বাড়ায় পেঁয়াজের দাম আরও কমবে বলেও জানান তারা। তবে সাধারণ মানুষেরা মনে করেন, সেন্টিকেট না থাকলে পেঁয়াজের দাম এভাবে বেড়ে যেত না সিন্ডিকেটের কারণে দেশের সব জিনিসের দাম ইচ্ছেমতো বাড়ানো হচ্ছে এতে মাথা ব্যাথা নাই কারো।