রিপন মারমা কাপ্তাই:
নামায পরে বাসায় যাওয়ার পথে চালকের অনুপষ্ঠিতের ট্রাকের সহযোগি মোঃমমিম(১৪) গাড়ি স্টার্ট করে গাড়ি চালানোর চেষ্টা করে পরে তার গাড়িতে ছাপা পরে বৃদ্ধ লোকটি ঘটনাস্থলে মারা যায়, নিহত হযরত আলী(প্রকাশ নানা) (৮৫) নামে এক ভিক্ষুকের করুন মৃত্যু হয়েছে। এই বয়সের ভারী কাজ করতে না পারায় বাড়ির আশে পাশে বাজারে নামায শেষে ভিক্ষাবৃক্তি করতেন
তিনি।মায়ার ছলে মাথায় হাত বুলিয়ে নিকট আত্মীয় ন্যায়ের সকলকে কাছে টেনে নিতেন তিনি।তার করুন মৃত্যুতের কাপ্তাইয়ের শোঁকের ছায়া নেমে এসেছে। শুক্রবার সন্ধ্যায় রাঙ্গামাটি কাপ্তাইয়ের নতুন বাজার এলাকায় সংলগ্ন মাঁঠ প্রাঙ্গণে ট্রাকের এই ঘটনা ঘটে, ট্রাকের নাম্বার নোয়াখালী দ ১১-০৩৫১) চাকায় পৃষ্ঠ হয়ে মরহুম আহমেদের আশী অর্ধ ছেলে মোঃ হযরত আলীর করুন মৃত্যু ঘটনা ঘটেছে। এই রিপোর্ট লিখার সময় কোন কিছু থানায় মামলা দায়ী করা হয়নি এই পর্যন্ত।