
চট্টগ্রাম ৩৪ নং পাথর ঘাটা ওয়ার্ড আওয়ামিলীগের নব নির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুস্টিত হয়। ২ অক্টোবর সন্ধা ০৬ ঘটিকায় পাথরঘাটা নিমন্ত্রন ক্লাবে। আহ্বায়ক আবু মোঃ আফসার উদ্দীন চৌঃ এর সভাপতিত্বে, যুগ্ন আহ্বায়ক ফজলে আজিজ বাবুলের পরিচালনায় বক্তব্য রাখেন যুগ্ন আহ্বায়ক আলহাজ্ব আসফাক আহম্মেদ, আনিসুর রহমান ইমন, সদস্য রাশেদ চৌঃ পুলক খাস্তগীর, মোঃ আনিস, তপন, স্বাগতম দত্ত, ইসমাইল আজাদ, মোঃ মঈন উদ্দীন, সুলতান আহমেদ, রেজাউল করিম, উত্তম মাস্টার, রুনী সেন, এনামুল হক, রহিমুন্নেসা প্রমুখ। বক্তারা বলেন সকল কর্মসুচী একত্রিত পরিচালনা করার একমত প্রকাশ করেন।