মোঃলিমন মিয়া :সরিষাবাড়ী প্রতিনিধি
সরিষাবাড়ী উপজেলার ৩নং ডোয়াইল ইউনিয়নের কালীতলা বাজার থেকে কেন্দুয়া রোড়ে কৃঞ্চচূড়া মোড়ের ১০০গজ পশ্চিমে পাওয়া যায় এক গৃহবধূর লাশ । আজ শুক্রবার (১১/১০/১৯) ইং তারিখে ভোর সকালে রাস্তায় হাটাহাটির সময় পথচারীদের চোখে পড়ে এক গৃহবধূর লাশ। পরে এলাকার লোকজন গৃহবধূর লাশ দেখার জন্য ছুটে আসেন। গৃহবধূর পরনেছিল কালো বোরকা দুই
পায়ে পরনে ছিল সেন্ডেল মুখোমন্ডে ছিল আঘাতের চিহ্ন। এলাকার লোকজনের কাছে গৃহবধূর পরিচয় জানতে চাইলে তারা পরিচয় দিতে পারেনি। পরে সকাল ৯:৩০ মিনিটে সরিষাবাড়ী থানা পুলিশ সেখানে উপস্থিত হয় এবং লাশটিকে থানায় নিয়ে যান।