
চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে সুফীসাধন ফকির লালন শাহ’র ১১৯তম মৃত্যুবার্ষিকীর এক আলোচনা সভা সংগঠনের সভাপতি বাবুল কান্তি দাশের সভাপতিত্বে গত ১৭ অক্টোবর সন্ধ্যা ৭টায় নগরীর কদম মোবারক এম.ওয়াই উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে আলোচক ছিলেন মুক্তিযোদ্ধা এম.এ.সালাম,কবি আশীষ সেন, প্রকৌশলী স য় কুমার দাশ, চকবাজার থানা আওয়ামী লীগের সহ সভাপতি অমর দত্ত, ডাঃ রতন চক্রবর্তী, সঙ্গীতশিল্পী নারায়ন দাশ। সংগঠনের সাধারণ সম্পাদক আসিফ ইকবালের পরিচালনায় এতে বক্তব্য রাখেন বিনোদনের রঙ সম্পাদক
নাছির হোসেন জীবন, কবি সজল দাশ, আবৃত্তিশিল্পী শবনম ফেরদৌসী, সংগঠক এম, নুরুল হুদা চৌধুরী, হানিফ চৌধুরী, কামরুল হাসান সজীব, সুমন চৌধুরী, পিংকী দে প্রমুখ।
সভায় আলোচকরা বলেন ফকির লালন। অনেকেই বাউল ফকির লালন বলেন। কিন্তু তিনি শুধু বাউল নন। লালন একটি আদর্শ। একটি দর্শন। লালনের গান শুধু গান নয় সেগুলো হচ্ছে বাণী। যেখানে রয়েছে মানব কল্যানের নির্দ্দেশনা। মানব মুক্তির নিগুঢ় তথ্য। প্রাায় দুইশ বছর আগের তার দর্শন, ভাবধারা, জীবনাচার এখনও মানুষকে ভাবিত করে, প্রাণিত করে। এই সময়ে বরং
তাঁর সেই বানীগুলো আরো বেশী সমসাময়িক। জাত-পাত এর উর্দ্ধে উঠার, অসাম্প্রদায়িক মানব গোষ্ঠী বিনির্মাণে লালনের গান, বাণী এখনও মুক্তির দিশা হয়ে দাঁড়িয়েছে। যত বেশী লালনে নিমগ্ন তত বেশী জগৎ সংসার আলোকিত, সমৃদ্ধ। বর্তমান প্রজন্মে লালন অনুশীলন অতি আবশ্যক।