
সারা দেশের পরিবার কল্যাণ সহকারীদের ৪র্থ শ্রেণির কর্মচারী হিসেবে উল্লেখ করায় প্রতিবাদ সমাবেশ ১৭ অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৪টায় ফটিকছড়ি উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় চত্ত্বরে উপজেলা পরিবার কল্যাণ সহকারী সমিতি ফটিকছড়ি শাখার উদ্যোগে প্রতিবাদ সমাবেশন অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে অংশ গ্রহণকারীরা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক শ্রেণি প্রথা উঠিয়ে দেয়া সত্বেও পরিবার পরিকল্পনা অধিদপ্তর গত ৪ সেপ্টেম্বর ২০১৯ইং তারিখে এক স্মারকে জনসংখ্যা নিয়ন্ত্রণ কর্মসূচির মূল চালিকা শক্তি সাড়ে ২৩ হাজার পরিবার কল্যাণ
সহকারীদের ৪র্থ শ্রেণি চিহ্নিত করে অধিদপ্তর কর্তৃক পত্র জারি করায় প্রতিবাদ জানান। তারা বলেন, ৩য় শ্রেণি থেকে ৪র্থ শ্রেণি করে তাদের অবমাননা করা হয়েছে। জারিকৃত পত্র অবিলম্বে প্রত্যাহার করার অনুরোধও জানান। এ সময় উপস্থিত ছিলেন পরিবার কল্যাণ সহকারী সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মেহেরুন নেছা। আরো উপস্থিত ছিলেন পরিবার কল্যাণ সহকারী সমিতির সভাপতি ফৌজিয়া খানম, সাধারণ সম্পাদক মিতা বড়ুয়া, আমেনা বেগম, বাসনা চক্রবর্ত্তী, অর্চনা দাশগুপ্তা, উষা প্রভা দেবী, শুভরা বৈদ্য, রোকসানা, মৃনাক্ষি পাল, খোরশেদা বেগম সহ সারা দেশের ন্যায় ফটিকছড়ি উপজেলার সকল পরিবার কল্যাণ সহকারীগন প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন।