
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ সন্তান শহীদ শেখ রাসেল এর ৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষে শেখ রাসেল স্মৃতি সংসদ ৪৩নং আমিন শিল্পা ল ওয়ার্ড শাখার উদ্যোগে কার্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি নূরনবী খন্দকার আকাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুজন গাজীর স ালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও সিডিএ বোর্ড মেম্বার এম.আর আজিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জহুর আহমেদ চৌধুরী সুযোগ্য সন্তান তরুণ
আওয়ামী লীগ নেতা সরফুদ্দিন আহমেদ চৌধুরী রাজু, ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড কাউন্সিলর ও চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা আলহাজ্ব মোঃ মোবারক আলী, সাবেক ছাত্রলীগ নেতা ইউসুফ মিনার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা এম ইলিয়াছ সরকার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল বাতেন, যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার শিবলী সাদেক সোহেল, ইসলাম হোসেন রনি, আরিফ আহমেদ সুজন, শিবলু আহমেদ জামাল, ইমদাদুল হক বাকের, রবিউল হোসেন সোহাগ, সোহাগ হাজারী, বাবলু, মাঈনুদ্দীন
সাগর, কাজী আল মামুন, কাদের, ইউসুফ, নয়ন, সোহেল, শাহাদাত, নবী, ডিস মান্নান, জামাল, সুমন, জুয়েল রানা, রহিম বাদশা, পলাশ, সাইফুল, আজম, আলাল, সাদ্দাম, সৌরভ হোসেন, মতিন, তানভির, সুমন, রাশেদ, জসিম, হোসেন, হাসান, রাসেল, আজাদ, শাকিল, মোবারক প্রমুখ। বক্তারা বলেন, শেখ রাসেল জীবিত থাকলে আজকে বাংলাদেশের নেতৃত্ব দিতেন কিন্তু ঘাতকরা ৭৫’র ১৫ই আগস্ট জাতির জনকের সাথে নির্মমভাবে শিশু শেখ রাসেল কে হত্যা করে বঙ্গবন্ধুর পরিবারকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। কিন্তু শেখ হাসিনা ও শেখ রাহেনা বিদেশে থাকায় তারা বেঁচে যান, দীর্ঘ বছর পর বিদেশ থেকে এসে দলের হাল ধরেন শেখ হাসিনা এবং ৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বঙ্গবন্ধুর খুনিদের বিচারের আওতায় আনেন। টানা ৩য় বারের
মত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে দেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দার করিয়েছে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার। সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রীর নীতিকে অনুসরণ করেন বিশ্বের অনেক রাষ্ট্র। দেশে চলমান সন্ত্রাস, মাদক, জুয়া, ক্যাসিনো ও দূর্নীতির বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রীর চলমান অভিযানকে স্বাগত জানান বক্তারা। এবং এই অভিযান অব্যাহত রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানান।