
গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম সাতকানিয়া উপজেলা শাখা আয়োজিত পবিত্র শোহাদায়ে কারবালা মাহফিল ও গাউসে জমান আওলাদে রাসুল আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহ.) এর সালানা ওরশ মোবারকে বক্তারা বলেছেন, হযরতে ইমাম হোসাইন (রাঃ) মদিনার ইসলামকে রক্ষা করার জন্যেই জালিম ও ইসলাম বিকৃতকারী পাপিষ্ঠ ইয়াজিদ বাহিনীর হাতে শাহাদাত বরণ করেছিলেন। এরপর ইসলামকে আবার পূনর্জীবন দিয়ে বিশ্ব বাসির কাছে ঐতিহাসিক হয়ে আছেন হযরতে গাউসে পাক আবদুল কাদের জিলানী (রাঃ)। তাঁরই বংশ পরম্পরায় হযরত সৈয়্যদ আহমদ শাহ সিরিকোটি (রহ) কর্তৃক প্রতিষ্ঠিত চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া প্রতিষ্ঠার পর ঘোষণা দিলেন “কাম করো, ইসলামকে বাঁচাও, সাচ্চা আলেম তৈয়্যার করো” এই বানিকে
সামনে নিয়ে আল্লামা সৈয়্যদ তৈয়্যব শাহ (রহ,) প্রতিষ্ঠা করেছেন এশিয়ার শ্রেষ্ঠ আধ্যাত্মিক সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশ, যা আজ বিশ্বব্যাপি প্রতিষ্ঠিত। এ সংগঠনের নিরলস কর্মী বাহিনী নিঃস্বার্থভাবে শরিয়ত ও ত্বরিকতের খেদমত করে যাচ্ছেন। বক্তারা সৎ চরিত্র গঠন ও দুনিয়া-আখেরাতের মুক্তির মানসে সকল মুসলিম মিল্লাতকে গাউসিয়া কমিটির পতাকাতলে আসার আহবান জানান। গত ১৯ অক্টোবর (শনিবার) উপজেলা কেরানিহাট একটি কমিউনিটি সেন্টারে বিশাল অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ মফিজুর রহমান। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় গাউসিয়া কমিটির চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মুহাম্মদ কমিশনার। সাতকানিয়া উপজেলা গাউসিয়া কমিটির সভাপতি সৈয়দ মুহাম্মদ
মনছুরুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় গাউসিয়া কমিটির যুগ্ম-মহাসচিব এ্যডভোকেট মোসাহেব উদ্দিন বখতিয়ার, দক্ষিণ জেলা গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ মাস্টার, মুহাম্মদ নেজাবত আলী বাবুল, মহানগর গাউসিয়া কমিটির সদস্য সচিব আলহাজ্ব সাদেক হোসেন পাপ্পু, আলহাজ্ব হাফেজ আযহারুল হক আজাদ, আলহাজ্ব মনোয়ার হোসেন মুন্না, আলহাজ্ব জয়নুল আবেদীন, আলহাজ্ব জামাল উদ্দীন সুরুজ, আল্লামা মুফতি আহমদ হোসাইন আল কাদেরী, নব-নির্বাচিত সাতকানিয়া উপজেলা ভাইস
চেয়ারম্যান সালাহ উদ্দীন হাসান চৌধুরী, মাওলানা ওসমান গনী রেজবী, আল্লামা মুফতি আ ন ম আহমদ রেজা নকশাবন্দী প্রমূখ। শুভেচ্ছা বক্তব্য দেন মাহফিল পরিচালনা কমিটির আহবায়ক ইকবাল হোসেন চৌধুরী। মুহাম্মদ শাহাদত হোসেন ও আক্তারুজ্জামান সেলিমের যৌথ স ালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হাটহাজারী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাওলানা আবদুল নুর আনচারী,মুহাম্মদ সাইফুদ্দিন, সামছুল আলম সিদ্দিকী, জামেয়া আহমাদিয়া সুম্নিয়া আলিয়ার মুদাররেস মাওলানা জসিম উদ্দীন আলকাদেরী, অধ্যক্ষ মাওলানা আবদুল গফুর রেজভী, এস এম ইলিয়াস প্রমূখ।