
পবিত্র মাহে রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে আঞ্জুমানে রহমানিয়া সুন্নিয়া ট্রাস্ট’র অঙ্গ সংগঠন এশিয়া শ্রেষ্ঠ দ্বীনি ও আধ্যাত্মিক ত্বরিকত ভিত্তিক সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার ব্যবস্থাপনায় এক স্বাগত র্যালি ও সমাবেশ মহানগর গাউসিয়া কমিটির আহ্বায়ক আলহাজ্ব মীর মুহাম্মদ সেকান্দর মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মুহাম্মদ মহসিন। প্রধান বক্তা ছিলেন আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট’র সেক্রেটারী জেনারেল আলহাজ্ব মুহাম্মদ মহসিন। বিশেষ বক্তা ছিলেন আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট’র জয়েন্ট সেক্রেটারী আলহাজ্ব মুহাম্মদ সিরাজুল হক। র্যালি ও সমাবেশে উদ্বোধন
করেন কেন্দ্রীয় গাউসিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মুহাম্মদ কমিশনার। বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন গাউসিয়া কমিটির কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ারুল হক, মহাসচিব আলহাজ্ব শাহজাদ ইবনে দিদার, যুগ্ম মহাসচিব এড. আলহাজ্ব মোছাহেব উদ্দিন বখতেয়ার, আলহাজ্ব মাহবুবুল হক খান। নগর গাউসিয়া কমিটির সদস্য সচিব আলহাজ্ব মুহাম্মদ সাদেক হোসেন পাপ্পুর স ালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য উপস্থিত ছিলেন আলহাজ্ব আবুল মনছুর, আলহাজ্ব মাহবুবুল আলম, সিরাজ উদ্দিন কন্ট্রাক্টর, মুহাম্মদ সেলিম, ইদ্রিস মুহাম্মদ নুরুল হুদা, আর.ইউ. চৌধুরী শাহিন, আলহাজ্ব সালামত উল্লাহ, আলহাজ্ব খায়ের মুহাম্মদ, মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ, মনির উদ্দিন সোহেল, আজিজুল হক চৌধুরী, আবুল হাশেম,
হাফেজ আজহারুল হক আজার, মনোয়ার হোসেন মুন্না, মুহাম্মদ হোসেন, জামাল উদ্দিন সুরুজ, আলহাজ্ব আবদুল হামিদ, আবু আলম আব্দুল্লাহ, মুহাম্মদ নেওয়াজ, ছাবের আহম্মদ প্রমুখ। অদ্য ২৮ অক্টোবর সোমবার বিকেলে চট্টগ্রাম নগরীর দামপাড়া জমিয়তুল ফালাহ্ জাতীয় মসজিদ হতে বিশাল সমাবেশ শেষে এক বর্ণাঢ্য র্যালী নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জুবলী রোড এসে শেষ হয়। র্যালী ও সমাবেশে চট্টগ্রামের বিভিন্ন অ ল হতে গাউসিয়া কমিটির কর্মী, হাজার হাজার ভক্ত আশেক ও সাধারণ মুসলিম জনতা অংশগ্রহণ করেন। র্যালীতে মহানগর সাংগঠনিক থানা সমূহের নেতৃবৃন্দরা চাঁদ ও চার তারকা সমেত আনজুমানের ত্রিকোনাকার সবুজ পতাকা, প্লে কার্ড-ফেস্টুন ইত্যাদি সহকারে র্যালীতে যোগদেন। নারায়ে তাকবির, আল্লাহু আকবর, নারায়ে
রিসালাত, ইয়া রাসুলাল্লাহ সাল্লাল্লাহু আলাইয়হি ওয়াসল্লাম স্লোগানসহ ক্বিরাত-হামদ, নাত সহ গগন বিদারি স্লোগানসহ নবী প্রেমিকদের র্যালীতে এক অবুতপূর্ব আবেগের দৃশ্যের সৃষ্টি হয়। সমাবেশে বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহর প্রেরিত রসুল হিসেবে দুনিয়াতে রবিউল আউয়াল মাসে শুভাগমন করেন। যার কারণে বিশ্ব মুসলিমদের কাছে রবিউল মাস অতীব গুরুত্বপূর্ণ ও তাৎপর্যবহ। বক্তারা বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলমানের নবী নয়, সমস্ত জাতি ও সৃষ্টির দৃশ্য অদৃশ্য সমস্ত
জাহানের জন্য রহমত হিসেবে ধরায় আগমন করেছেন। সত্যবাদি তথা আল আমিন হিসেবে কাফেরদের দেয়া লক্বব আজো সমগ্র বিশ্ববাসীকে জাগ্রত করে। আল্লাহর দেয়া বিধান এ রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালমের সুন্নাহ মতে মুসলমানগণ স্বীয় জীবন অতিবাহিত না করার কারণে বিশ্বে আজ মুসলমানের ওপর দূর্দশা নেমে এসেছে। ইসলামের সঠিক দর্শন ‘তাসাউফ’ তথা আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ বিচ্যুতি হওয়ায় মানুষ মানুষকে হত্যা করতে দ্বিধাবোধ করছে না। বক্তারা ইসলামের সঠিক পথ ও মত আহলে সুন্নাত ওয়াল জমা’আতের আদর্শে উজ্জ্বীবিত
হয়ে আদর্শবাহী সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশের পতাকা তলে আসার জন্য সকলের প্রতি আহ্বান জানান। বক্তারা আরও বলেন, আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট কর্তৃক ব্যবস্থাপনায় আউলাদে রাসুল আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ্ (মুজিআ)’র নেতৃত্বে বিশ্বের বৃহৎ জশনে জুলসে ঈদ-এ মিলাদুন্নবী (দ.) উদ্যাপিত হবে আগামী ৯ রবিউল আউয়াল রাজধানী ঢাকায়, ১২ রবিউল আউয়াল চট্টগ্রাম। উক্ত জুলসে সকল ধর্মপ্রাণ মুসলিম মিল্লাতকে অংশগ্রহণ করার জন্য সমাবেশ হতে আহ্বান জানানো হয়।