
বাংলাদেশ মানবাধিকার কমিশন (বিএইচআরসি)’র সেক্রেটারি জেনারেল ড. সাইফুল ইসলাম দিলদার চট্টগ্রামে ০৩ দিনের সফরে আগমন উপলক্ষে চট্টগ্রাম বিভাগের উদ্যোগে ৩১ অক্টোবর সন্ধ্যা ৭ টায় দামপাড়াস্থ বিভাগীয় কার্যালয়ে আব্দুল গফ্ফার চৌধুরী অডিটরিয়াম হলে সংবর্ধনা অনুষ্ঠান। ১ নভেম্বর চট্টগ্রাম প্রেসক্লাব বঙ্গবন্ধু অডিটরিয়াম হলে বিকাল ৩ টায় চট্টগ্রাম উত্তর জেলার মানবাধিকার সম্মেলন ২০১৯। ২ নভেম্বর স্টেশন রোডস্থ হোটেল সৈকত মিলনায়তনে সকাল ৯.৩০ মিনিটে চট্টগ্রাম মহানগর উত্তর মানবাধিকার সম্মেলন ২০১৯। ৩ নভেম্বর শিল্পকলা
একাডেমীতে সকাল ১০ টায় চট্টগ্রাম দক্ষিণ জেলা মানবাধিকার সম্মেলন ২০১৯ অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানগুলোতে ড. সাইফুল ইসলাম দিলদার যোগদান করবেন। উক্ত অনুষ্ঠানগুলো সফল ও স্বার্থক করে তোলার জন্য চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি ও গভর্নর লায়ন সিতারা গফ্ফার ও বিভাগীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুদ্দীন সর্বস্তরের মানবতাবাদীকে যথাসময়ে যথাস্থানে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।