
নিজস্ব প্রতিবেদক:
জীবন বীমা কর্পোরেশন চট্টগ্রামস্থ রেল স্টেশনের জেবিসি শপিং সেন্টার সেলস অফিস-৫২ আয়োজিত এক ব্যবসা পর্যালোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সোমবার সকাল ১১টায় নগরীর রেল স্টেশন এলাকার জীবন বীমা কর্পোরেশনের নিজ ভবন জেবিসি শপিং সেন্টারে উক্ত মতবিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেলস অফিস-৫২ এর ডেপুটি ম্যানেজার ইনচার্জ এস এইচ আল মাহমুদ সেলিম। প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপ-সচিব, জীবন বীমা কর্পোরেশন চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের জেনারেল ম্যানেজার কাজী নাজিমুল ইসলাম।
আবু নাছের লিটন ও মুহাম্মদ মোশারফ উদ্দিনের যৌথ সঞ্চালনায় এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জীবন বীমা কর্পোরেশন চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের সহকারী জেনারেল ম্যানেজার দুলাল চন্দ্র নন্দী ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ৩১ নং আলকরণ ওয়ার্ডের কাউন্সিলর তারেক সোলেমান সেলিম।বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে তামাকুমন্ডি লেইন বণিক সমিতির সভাপতি আলহাজ্ব শামসুল আলম, জীবন বীমা কর্পোরেশন চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের ম্যানেজার প্রশাসন ও সংস্থাপন আবদুল বাসেত খান, জীবন বীমা কর্পোরেশন চট্টগ্রাম আঞ্চলিক
কার্যালয়ের ম্যানেজার উন্নয়ন নুরউদ্দীন মূহাম্মদ তৈয়ব প্রমুখ।সেলস অফিস-৫২ এর কর্মকর্তারা প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্ধ, প্রধান আলোচক ও উদ্বোধককে ফুল দিয়ে বরণ করা হয়। পরে তাদের ক্রেস্ট প্রদান করা হয়।এদিকে মতবিনিময় সভা পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে শুরু হয়৷ কোরআন তেলোয়াত করেন মো. রফিকুল আলম। এতে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও প্রধান আলোচক ছাড়াও অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য প্রদান করেন বদরুদ্দিন ওমর, নুরুল আবছার বাদল, মো. মফিজুর রহমান, রাজিয়া বেগম, উদয়ন বিকাশ বড়ুয়া, পঙ্কজ চক্রবর্তী, মো. হোসেন প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে উপস্থিত সকলকে অনুপ্রাণিত করেন। তিনি বলেন, ডাক্তাররা চায় মানুষের রোগ হোক যাতে চিকিৎসা পাওয়া যায়, উকিল চায় মারামারি হোক যাতে মামলা মকদ্দমা পাওয়া যায়, কিন্তু সত্যিকার অর্থে একমাত্র বীমা কর্মীরাই চায় যে, মানুষ ভালো ও সুস্থ থাকুক, সমস্ত রোগবালাই থেকে মুক্তি পাক। তাই এদিক দিয়ে জীবন বীমা একটি মহৎ কাজ। সমাজের সকল নাগরিকের নিজের ও পরিবারের জন্য জীবন বীমা করা উচিত। সভাপতির বক্তব্যে এস এইচ আল মাহমুদ সেলিম ডেপুটি ম্যানেজার ইনচার্জ সেলস অফিস-৫২ এর বিভিন্ন লক্ষ্যমাত্রা এবং বীমা গ্রাহক তৈরি ও অর্জনের তথ্যচিত্র উপস্থাপন করেন এবং নতুন বছরের লক্ষ্যমাত্রা অর্জনে শতভাগ সফল হওয়ার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।