টিকেট প্রিন্টিং প্রেস কলোনী হাই স্কুল হল রুমে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন-মানবজাতিসহ সমগ্র সৃষ্টি জগতের অস্তিত্বের উৎস পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.)। মহানবী হযরত মুহাম্মদ (স.) দুনিয়ায় শুভাগমন করেছেন বলেই মানবজাতিসহ সমগ্র সৃষ্টি জগত অস্তিত্ব লাভ করেছে। তাই, ঈদে মিলাদুন্নবী (স.) সাড়ম্বরে উদযাপনে এগিয়ে আসা মুসলমানদের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। মুসলিম মিল্লাতের ঐক্য, সম্প্রীতি ও পারস্পারিক যোগসূত্রের সেতুবন্ধন ঈদে মিলাদুন্নবী (স.)। মুসলমানরা ঈদে মিলাদুন্নবী (স.) কে ঘিরে আজ
ঈমানি চেতনায় উজ্জ্বীবিত ও উদ্দীপ্ত। আজকের ঈদে মিলাদুন্নবী (স.) এই দিনে বিশ্বের নিপীড়িত-নিগৃহীত মানুষের পাশে দাঁড়ানোর শপথ নিতে হবে আমাদেরকে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃনাল কান্তি দাশের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ঈদ-এ মিলাদুন্নবী (দ.)’র তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন বিদ্যালয়েল পরিচালনা পরিষদের সদস্য এ.জেড. এম মাহমুদুল ইসলাম মানিক, দেলোয়ার হোসেন কিরণ, আব্দুল মান্নান, ১৩নং পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল হান্নান হীরা, মহিলা অভিভাবক সদস তামান্না খানম নাজমা,
সহকারী প্রধান শিক্ষিকা শিখা চক্রবর্তী, মো: সাহাবুদ্দিন, শিক্ষিকা তাহেরা খাতুন, ফরিদা বেগম, মমিনুল হক, সাইফুন নাহার চৌধুরী, জান্নাতুল ফৌরদোস, বাহার উদ্দীন, শ্রাবনী চৌধুরী, সুমন আলী, আব্দুর রহিম, আবদুল কাদির, জয়নাল আবেদীন, মিজানুর হাসান চৌধুরী, মহিবুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন ছিপাতলী গাউছিয়া দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওলানা নুরুল আলম।