বাংলাদেশ “জাতীয় সংস্কৃতি প্রাচ্য বিদ্যা প্রচার পরিষদ” চট্টগ্রাম বিভাগীয় শাখার উদ্যোগে “২১” শতাব্দী বিশ্বায়নের যুগে সংস্কৃত ও পালিভাষার গুরুত্ব শীর্ষক বিষয়ক “বার্ষিক সেমিনার” ২০১৯ এবং হাটহাজারী রুদ্ররাজ সংস্কৃত কলেজের অধ্যক্ষ শিক্ষাবিদ মিলন চন্দ্র দেব নাথের গবেষণা লব্দ দুটি ধর্মীয় গ্রন্থ “শ্রী শ্রী লোকনাথ ব্রক্ষচারীর দিব্য জীবন ও মানব ধর্ম” এবং ভগবান শ্রী কৃষ্ণের “রাসলীলা মাহাত্ম্যের” মোড়ক উন্মোচন অনুষ্ঠান গত ১২ নভেম্বর বিকেল ৫টায় চট্টগ্রাম একাডেমী হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি মহর্ষি পন্ডিত বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শ্রী ননী গোপাল আচার্য্য। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারী। এতে
মাননীয় অতিরিক্ত সচিব শংকর রঞ্জন সাহা এবং অতিরিক্ত সচিব দীপক চক্রবর্তী রাষ্ট্রীয় জররি কাজে ব্যস্ত থাকায় শুভেচ্ছা বাণী পাঠিয়ে দেন। মহান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজানের মেয়র শ্রী দেবাশীষ পালিত, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি এড. চন্দন তালুকদার, শ্রী শ্রী জন্মষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটি বাংলাদেশের সাধারণ সম্পাদক শ্রী বিমল কান্তি দে, চাটঁগা ইউনিভার্সিটির সংস্কৃত বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক ড. শিপক কৃষ্ণ দেবনাথ, শিক্ষাবিদ প্রফেসর শ্রী অজয় দে। প্রধান বক্তা হিসেবে লেখক অধ্যক্ষ মিলন চন্দ্র দেব নাথ তাঁর গ্রন্থদ্বয়ের গবেষণা লব্ধ বিভিন্ন দিক তুলে ধরেন এবং ভাষার প্রসূতি সংস্কৃত ভাষা এবং পালি ভাষার গুরুত্ব অপরিসীম তার
বিষদ ব্যাখ্যা দেন। অধ্যাপক রূপন ধরের উপস্থাপনায় লেখকের গ্রন্থদ্বয়ের উপর বক্তব্য রাখেন প্রধান শিক্ষক হরি নারায়ন ভট্টচার্য্য, মাষ্টার অজিত শীল, উপন্যাসিক দুলাল মল্লিক, শিক্ষিকা সুপ্রিয়া দেবী, কা ন চৌধুরী প্রমুখ। সভাপতির গুরুত্বপূর্ণ সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। অনুষ্ঠানের শুরুতে গীতা পাঠ করেন প্রধান শিক্ষক হরি নারায়ন ভট্টচার্য্য। সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বিশ্বায়নের যুগে অবাধ তথ্য প্রভাবের কারণে আমাদের একদিকে ভাষার গুরুত্ব যেমন বাড়ছে ঠিক তেমনি অনেক ভাষাও বিলুপ্ত হওয়ার পথে রয়েছে।
তারপরেও একবিংশ শতাব্দীর বিশ্বায়নের যুগে সংস্কৃত ও পালিভাষার গুরুত্ব কোন অংশে কম নয়। আমাদের বাঙালির হাজার বছরের ভাষা, সাহিত্য ও সংস্কৃতির ঐতিহ্য লালন ও সংরক্ষণে সংস্কৃত ও পালিভাষা বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছে। তিনি সকলকে বাংলা ভাষার শুদ্ধ ও সঠিক পরিচর্যার উপর গুরুত্বারোপ করেন। তিনি শিক্ষাবিদ মিলন চন্দ্র দেবনাথের সদ্য প্রকাশিত দুটি গ্রন্থের উত্তোরত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন।