ছাতক প্রতিনিধি:
ছাতকে ৬মাসের সাজা পাচঁ লক্ষ টাকা অর্থদন্ডে দন্ডীত প্রাপ্ত পলাতক আসামী আব্দুল গণি কে পুলিশ গ্রেফতার করেছে। অফিসার ইনচার্জ মোস্তফা কামালের নেতৃত্বে গত সোমবার সন্ধায় ছাতক পৌরশহরের ছোরাবনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সে পৌরশহরের মের্সাস আয়শা এন্টারপ্রাইজ এর পরিচালক পুরাতন কাস্টম রোডের চরের বন্ধ গ্রামের আলমাছ
আলীর পুত্র আব্দুল গণি। তার বিরুদ্ধে ছাতক ইসলামী ব্যাংক থেকে ঝণ নিয়ে পরিশোধ না করায় ব্যাংকের ম্যানাঞ্জার বাদি হয়ে তার নামে আদালতে মামলা দায়ের করলে আদালতে হাজিরা না দেয়ায় তার বিরুদ্ধে ৬মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করেন। আদালতে তার সাজা হওয়ার পরও র্দীঘ দিন ধরে পলাতক থাকায় পুলিশ থাকে গ্রেফতার করে। গ্রেফতারের ঘটনাটি নিশ্চিত করেন ছাতক থানার ইনচার্জ মোস্তফা কামাল। এ ঘটনায় উপজেলাজুরে ব্যাপক তুলপার সৃষ্টি হয়েছে।