বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ বলেন, রেল শ্রমিকলীগকে যারা পরিবার লীগে রূপান্তর করেছে তাদেরকে অবশ্যই বিচারের সম্মুখীন হতে হবে। আর যারা মহামান্য হাইকোর্টের আদেশ অমান্য করে একটি বৈধ কমিটি থাকা সত্বেও পরিবারলীগ গঠন করে রেলশ্রমিক লীগের নেতাকর্মীদেরকে বিভেদ সৃষ্টি করে সংগঠনকে ব্যক্তি স্বার্থে ব্যবহার করছে তাদেরকে সময় হলেই যথাযথ জবাব দিতে হবে। দীর্ঘ ১৩ বছরপর ২০১৮ সালে কেন্দ্রীয় সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করার পরও গত ৩ নভেম্বর আরেকটি সম্মেলন
করে সংগঠনের মধ্যে যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তাদেরকে প্রতিহত করতে রেলশ্রমিক লীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ আছে। অদ্য ২০ নভেম্বর দুপুর ১১টায় সি.আর.বি চত্ত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশে এ আশাবাদ ব্যক্ত করেন। সংগঠনের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা মোঃ নাজিম উদ্দীন আজমল এর স ালনায় কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো: নুরুজ্জামানের সভাপতিত্বে আরো
বক্তব্য রাখেন-কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ জাকারিয়া পিন্টু, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, দপ্তর সম্পাদক এস এম জাহাঙ্গীর, শ্রমিক কল্যান সম্পাদক আব্দুল করিম, সি আর বি সদর দপ্তর শাখার সম্পাদক ইমাম হোসেন উজ্জ্বল, কারখানা শাখার সভাপতি রফিক, সম্পাদক মামুন, সিগনাল শাখার সম্পাদক রাশেদুল ইসলাম মিথুন, লোকোশেড শাখার সভাপতি তারা মিয়া, সম্পাদক বাবুল, মহসিন, শাহিন, সুমন, ইকবাল হোসন জনি প্রমুখ। সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল সি.আর.বি এলাকা প্রদক্ষিন করে।