গ্লোবাল স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার আব্দুল মালেক মিয়া তরুণ সমাজকে আদর্শ দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে মাদক মুক্ত জীবন গড়তে হবে চট্টগ্রাম জেলা পুলিশের ৯ এপিবিএন ষোলশহর অতিরিক্ত পুলিশ কমিশনার আব্দুল মালেক মিয়া বলেছেন, বর্তমান সময়ের কিশোর ও তরুণ সমাজকে আদর্শ দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তুলতে তাদেরকে অবশ্যই মাদক মুক্ত জীবন গড়তে হবে। বর্তমান সময়ে সরকারী চাকুরীতে নিয়োগের পূর্বে অবশ্যই ডোপিং পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এ জন্য কিশোর ও যুব সমাজকে পড়ালেখার
পাশাপাশি খেলাধূলারসহ সামাজিক ও ক্রীড়া সংগঠনের সাথে সম্পৃক্ত থাকতে শিশু-কিশোর ও যুব সমাজকে উৎসাহ প্রদান করতে হবে। নগরীর এপোলো শপিং সেন্টারস্থ গ্লোবাল স্পোর্টসের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। উন্নত ও মানসম্পন্ন ক্রীড়া সামগ্রী বিপনন প্রতিষ্ঠান গ্লোবাল স্পোটর্স সব সময় সুলভ মূল্যে ক্রীড়া সামগ্রী বিপনন করবে বলে প্রতিষ্ঠানের কর্ণধার মাহবুবুল আলম রাসেল আশাবাদ ব্যক্ত করেন। এসময় আরো উপস্থিত ছিলেন উত্তর সন্দ্বীপ কলেজের অধ্যক্ষ মো: মিজানুর রহমান মিজান, গাছুয়া এ.কে একাডেমি হাই স্কুলের প্রধান শিক্ষক আমিন রসুল খান, সমাজসেবক বিদিতা মুক্তাসহ অন্যান্য গণ্যমান্য বক্তিবর্গ প্রমুখ।