বিনোদন ডেস্ক:
ঢাকাইয়া সিনেমার অত্যন্ত জনপ্রিয় এক নায়িকা, জয়া আহসান বাংলাদেশের পাশাপাশি কলকাতার, সিনেমায়ও ভালো পারফরম্যান্স করেছেন তাই তিনি। ভারত এবং বাংলায় যৌথ প্রযোজনার ছবিতেও জাতীয় পুরস্কার পান তিনি। কিন্তু তাকে টাইমস অফ ইন্ডিয়া নামের একটি পত্রিকার সাক্ষাৎকারের সময় প্রশ্ন করা হলে আপনি প্রেম করেন কিনা তিনি তা বরাবরের মতোই এড়িয়ে চলেছেন তিনি বলেন। গুজবে কান না দিলে ভালো হয় আমি এত ব্যস্ত একজন মানুষ আমার, সাথে কে প্রেম করবে প্রেম করলে তো সময় দিতে হবে তাই বিয়ে তো প্রশ্নই উঠে না। ঢাকাই সিনেমা’র অন্যতম আলচিত অ’ভিনেত্রী জয়া আহসান,তার অ’ভিনয় দক্ষতা দিয়ে তিনি জয় করেছেন হাজারো মানুষের ভালবাসা।জয়া আহসান শুধু বাংলাদেশেই না বরং কলকাতায় ও তিনি ব্যপক
জনপ্রিয়তা পেয়েছেন।কদিন আগে কলকাতার এক পরিচালক তাকে খ্যতিমান অ’ভিনেত্রীর তকমা দেন।তবে ব্যক্তিগত নানা কারনে তিনি আলচনায় আসেন মাঝে মাঝে। মুক্তি প্রতীক্ষিত সিনেমা’র প্রচারণা ও নতুন সিনেমা’র শুটিং নিয়ে কলকাতায় ব্যস্ত সময় পার করছেন নন্দিত অ’ভিনয়শিল্পী জয়া আহসান। এরই মধ্যে হঠাৎ করে টাইমস অব ইন্ডিয়ার খবর, প্রেম করছেন জয়া ও আগামী বছর বিয়ে। এমন খবরে সবার মনে প্রশ্ন, তাহলে কি একাকী’ জীবনের অবসান ঘটছে জয়ার? গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিকরা, সঙ্গে কথা বলার সময় প্রেম করছেন এবং আগামী বছর বিয়ে—এমন খবরের সত্যতা সরাসরি উড়িয়ে দিলেন তিনি । এসময় তিনি বলেন, বিচ্ছেদের পর অনেক বছর ধরে নিজের মতো করেই পথ চলছেন জয়া। কাজ নিয়ে নিজেকে ব্যস্ত রেখেছেন।
এরই মধ্যে কয়েক দফা তাঁকে ঘিরে প্রেমের গুঞ্জনও শোনা গেছে। তবে কখনোই এসবের সত্যতা মেলেনি। জয়াও বরাবরই এসব এড়িয়ে গেছেন। নিত্যনতুন সিনেমা’র কাজের খবর দিয়ে নিজেকে আলোচনায় রেখেছেন তিনি। কিন্তু রবিবার ছবির প্রচারণায় ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে আড্ডায় মেতেছিলেন প্রসেনজিৎ ও জয়া। সাক্ষাৎকারে কলকাতার এক তারকার বরাত দিয়ে জানতে চাওয়া হয়, জয়া নাকি বাংলাদেশের একজনের সঙ্গে প্রেম করছেন এবং আগামী বছর বিয়ে করবেন? এমন প্রশ্নের উত্তরে জয়া বলেন, ’ওহ্! আমা’র স’ম্পর্কে এত কিছু কে বললেন?’ এরপর প্রশ্ন রাখা হয়, তাহলে কি সংবাদটি গুজব? জয়া নাকি বলেন, ’না। আমি প্রেম করছি। যাঁর সঙ্গে স’ম্পর্কে জড়িয়েছি, তিনি বাংলাদেশের। ফিল্ম ইন্ডাস্ট্রির কেউ নন। কিন্তু বিয়ের
দিনক্ষণ এখনো ঠিক হয়নি।’সারা দিন শুটিংয়ে ব্যস্ত থাকলেও সন্ধ্যায় কথা হয় জয়ার সঙ্গে।তিনি জানালেন, ’আমা’র বিশেষ বন্ধু আছে। কিন্তু সেটা কখনোই প্রেমঘটিত কিছু না। অনেক দিন ধরে টাইমস অব ইন্ডিয়া থেকে আমাকে প্রশ্ন করেছিল প্রেম ও ভালোবাসার স’ম্পর্ক নিয়ে। আমি কিন্তু তাঁদের বলেছি, আমা’র স্পেশাল বন্ধু আছে। খুবই ভালো বন্ধু আছে। কিন্তু এটা কখনোই প্রেম কিংবা ভালোবাসা নয়। আর বিয়ের তো প্রশ্নই ওঠে না।’জয়া বলেন, ’আমি এমনভাবে কাজ করি, দুই দেশ মিলিয়ে—আমা’র হাতে এমন অখণ্ড সময় নেই যে কারও সঙ্গে প্রেম করব। আমা’র মতো এত ব্যস্ত একজন মানুষের সঙ্গে কে–ইবা প্রেম করবে বলেন! প্রেম করতে গেলে সময় দিতে হয়, আমি তো সেই সময় দিতে পারব না। আমা’র সেই সময় কোথায়। আমা’র সব প্রেম আপাতত
কাজের সঙ্গে।’তবে কখনো যদি প্রেমের স’ম্পর্কে জড়ান কিংবা বিয়ের সিদ্ধান্ত নেন, তা অবশ্যই সবাইকে জানাবেন বললেন জয়া। তাঁর মতে, এটা নিয়ে লুকোচু’রি করার কিছুই নেই। জয়া বলেন, ’প্রেম করি, বিয়ে করি সেটা কেন বলব না। গো’পন করার তো কিছুই দেখছি না। আমি যথেষ্ট ম্যাচিউরড একজন মানুষ। জীবনের এমন সিদ্ধান্ত নিলে তা অবশ্যই সবাইকে জানাব।’
জয়ার মতে, টাইমস অব ইন্ডিয়া সাক্ষাৎকার নিতে গেলে প্রায়ই তাঁর প্রেমের স’ম্পর্ক নিয়ে জিজ্ঞেস করে। বলেন, ’দুই দেশে যেহেতু কাজ করছি, তাই ওখানেও ভক্তদের মধ্যে আমাকে নিয়ে আগ্রহ
আছে। সে কারণে ব্যক্তিগত বিষয়ে তারা জানতে চায়। সে কারণে এভাবে উদ্ধৃতি দিয়ে প্রেম ও বিয়ের খবরটি প্রকাশ করেছে, যা মোটেও এমনটা নয়।’কিন্তু আগামী বছর বিয়ের কথা যে বলা হলো? এমন প্রশ্নে জয়া বলেন, প্রেমই যেখানে নেই, সেখানে বিয়ের তো প্রশ্নই আসে না।ভারতের দক্ষিণ কলকাতায় কৌশিক গাঙ্গু’লির অর্ধাঙ্গিনী ছবির শুটিং করছেন জয়া আহসান। এই ছবিতে জয়া ছাড়াও অ’ভিনয় করছেন চূর্ণী গাঙ্গু’লি, কৌশিক সেন প্রমুখ। এদিকে সম্প্রতি সাফটা চুক্তির আওতায় বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জয়া আহসান অ’ভিনীত কণ্ঠ ছবিটি। শিবপ্রসাদ
মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত এই ছবিতে জয়ার অ’ভিনয় প্রশংসিত হয়।উল্লেখ্য,ঢাকাই সিনেমা’র অন্যতম জনপ্রিয় অ’ভিনেত্রী জয়া আহসান ক্যরিয়ার শুরু করেন ২০০৪ সালে ব্যাচেলর চলচ্চিত্রের মাধ্যমে।তিনি বাংলাদেশের একমাত্র অ’ভিনেত্রী যিনি জাতীয় চলচিত্র ও ভারতের আইফা পুরস্কার পেয়েছিলেন তিনি। জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান বলেন, আমি বিয়ে করলে আপনাদের জানাব আপাতত সেদিকে যাওয়ার মন মানসিকতা এখনো আমার নেই আমি এখন কাজ নিয়ে ব্যস্ত বিয়ে করার সময় এখনো হয়নি।