নিউজ ডেস্ক:
মোসলেম উদ্দিনকে বিজয় করার দায়িত্ব নিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র, আলহাজ্ব আ জ ম নাছির উদ্দিন। চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি ও আওয়ামী লীগের প্রার্থী মোছলেম উদ্দিন আহমেদকে বিজয়ী করার দায়িত্ব নিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) নগরের লাভেলেইন আঞ্চলিক নির্বাচন অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেয়র আ জ ম নাছির উদ্দীন একথা বলেন।তিনি এসময় আরো বলেন, চট্টগ্রাম-৮
আসনে বোয়ালখালীতে ভোটার সংখ্যা ১ লাখ ৭০ হাজার। অন্যদিকে নগরে ভোটার সংখ্যা ৩ লাখ ১১ হাজার। আসনটিতে জয়-পরাজয়ে ফ্যাক্টর হবে নগরের ভোটাররা। তাই নগর আওয়ামী লীগের দায়িত্বও বেশি।সেই জন্য নগরের দায়িত্ব আমি নিলাম।নগর আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে কাজ করবে উল্লেখ করে তিনি বলেন, আমরা গত জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রীকে চট্টগ্রামের সব আসন উপহার দিয়েছি। এবারও বঙ্গবন্ধুর কন্যাকে চট্টগ্রাম-৮ আসন টি উপহার দিতে চাই। আমার বিশ্বাস, চট্টগ্রামের মানুষ উন্নয়ন, গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের পক্ষে রায় দিবে।এ সময় অন্যান্যের
মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ, উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি এমএ সালাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ ও কোষাধ্যক্ষ আবদুচ ছালাম। এসময় নৌকার প্রার্থী জনাব মোসলেম উদ্দিন আহমেদ বলেন, বিএনপি’র প্রার্থী বহিরাগত তাই বোয়ালখালীর মানুষ, বহিরাগত কাউকে ভোট দিবেন না। আমার বিশ্বাস