গতকাল ১২ ডিসেম্বর, বিকালে সাবেক গণ পরিষদ সদস্য, চট্টগ্রাম দক্ষিণজেলা আওয়ামীলীগের সাবেক সাধাারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এম.আবু ছালেহকে দেখতে গেলেন চট্টগ্রাম ৮ আসনের উপ নির্বাচনে নৌকার প্রার্থী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোসলেম উদ্দীন আহমদ।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণজেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানবকল্যাণ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দীন এমরান, তথ্য ও গবেষণা সম্পাদক আবদুল কাদের সুজন, সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ফয়েজ
আহমদ লিটন, যুগ্ম সম্পাদক হোসেন কবির, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস, এম, বোরহান উদ্দীন, সংগঠক মোঃ ইমতিয়াজ। এসময় চট্টগ্রাম-৮ আসনের উপ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী আলহাজ্ব মোসলেম উদ্দীন আহমদ প্রবীণ জননেতা মুক্তিযোদ্ধা এম.আবু ছালেহ’র শারীরিক ও পারিবারিক অবস্থার খোঁজ খবর নেন। সাথে সাথে তিনি এই প্রবীণ জননেতার কাছে দোয়া কামনা করেন চট্টগ্রাম-৮ আসনের উপ নির্বাচনে নৌকা প্রতীকে বিজয়ী হওয়ার জন্য।