রাউজান থানাধীন পশ্চিম গুজরা ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অদ্য ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালি, অত্র বিদ্যালয় শহীদ মিনার পুস্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক সমাপিকা বড়–য়ার সভাপতিত্বে ও সহকারী শিক্ষক অসিম বড়–য়ার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আবু তাহের। এসময় আরো উপস্থিত ছিলেন প্রকৌশলী আনোয়ারুল আজিম ছিদ্দিকী, টুম্পা মল্লিক, জালাল আহমদ বাবুল, হাজী নুরুল হুদা, আরমান ছিদ্দিকী প্রমুখ।