
নিউজ ডেস্ক:
মির্জা ফখরুলসহ বিএনপি’র চার নেতাকে আমন্ত্রণ জানিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।আজ শুক্রবার (২০ ডিসেম্বর) শুরু হচ্ছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ২১-তম সম্মেলনে “জাতীয় সম্মেলন। ২ দিন ব্যাপী জাতীয় সম্মেলনে বিএনপির চার নেতাকে আমন্ত্রণ জানিয়েছেন আওয়ামী লীগ।গত কাল বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে বিএনপির কাছে আমন্ত্রণপত্র পাঠিয়েছিলেন ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। ৩ সদস্যের প্রতিনিধি দলটি আমন্ত্রণপত্র পৌঁছে দিয়েছেন গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল
ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ ও মির্জা আব্বাসের নামে কার্ডগুলো দেওয়া হয়েছে। আমন্ত্রণপত্র গ্রহণ করেছেন বিএনপির সহ তথ্য গবেষণা সম্পাদক রিয়াজ উদ্দিন নসু। তবে এখনো বিএনপির এ ৪ নেতা আওয়ামী লীগের সম্মেলনে যোগ দিতে যাবেন, কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।