নিউজ ডেস্ক:
আজ বৃহস্পতিবার ২৬ ডিসেম্বরে নাসার গবেষণায় বলা হয়েছে, আংশিক সূর্য গ্রহণ হবে। বাংলাদেশ সময় সকাল ৮টা ৩০ মিনিট থেকে শুরু হয়ে বেলা ২টা ৫মিনিট ৩৬ সেকেন্ডে পর্যন্ত থাকবে। এটি এ বছরের তৃতীয় ও সর্বশেষ সূর্যগ্রহণ হতে যাচ্ছে|সূর্যগ্রহণ দেখা যাবে, ভারত, দুবাই, কুয়েত সিটি, করাচি, জাকার্তা, কুয়ালালামপুর, দাভাও আর সাইপ্যান থেকেও দেখা যাবে এই গ্রহণ।তবে খালি চোখে এই গ্রহণ দেখতে নিষেধ করেছে নাসা। খালি চোখে কয়েক সেকেন্ডের জন্য সূর্য গ্রহণ দেখলেও তা রেটিনার ওপর প্রভাব ফেলে। যার কারণে একটা চোখে দৃষ্টিশক্তিও হারাতে পারে মানুষ নাসার গবেষণায় বলা হয়েছে।তবে পেরিস্কোপে, টেলিস্কোপ, সানগ্লাস বা দূরবীন, কোনও কিছুর সাহায্যে গ্রহণ দেখার সময় সূর্যের দিকে সরাসরি তাকাতে নিষেধ করা হয়েছে।
গ্রহণের সময় সূর্য রশ্মি অত্যন্ত সংবেদনশীল থাকে যা চোখে প্রভাব ফেলতে পারে। সানগ্লাস বা ঘষা কাঁচ দিয়েও এই গ্রহণ দেখতে বারণ করা হয়েছে। কারণ এইগুলো নিরাপদ নাই।আয়ুর্বেদ শাস্ত্র সূর্যগ্রহণ চলাকালীন খাবার খেতে নিষেধ করেছে।একমাত্র বৃদ্ধ, অসুস্থ ও গর্ভবতী মহিলারা হালকা খাবার নিতে পারবেন বলে বলা আছে। তবে কিছু মানুষ মনে করেন, গর্ভবতী মহিলার গর্ভে থাকা বাচ্চার জন্য সূর্যগ্রহণ অত্যন্ত বিপদজনক। তাই সে সব মহিলাদের গ্রহণ চলাকালীন ঘরের বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হতো না। তাই গর্ভবতী মহিলাদের সূর্য গ্রহণ চলাকালীন
সাবধানে চলাচল করতে বলা হয়েছে, এটি উত্তর, পূর্ব, পশ্চিম ভারতের সঙ্গে দক্ষিণ ভারতেও দেখা যাবে এই গ্রহণ।বিজ্ঞানীরা বলেছেন, বিশেষ গ্রহণ গ্লাস বা সোলার ফিল্টার দিয়েই এই গ্রহণ দেখা উচিত। বাজারে আইএসও স্বীকৃত বিশেষ সোলার গ্লাস দিয়ে একমাত্র এই গ্রহণ দেখা নিরাপদ। সে সব গ্লাস ব্যবহারের আগে অবশ্যই ব্যবহার নির্দেশিকা পরে নিতে উপদেশ দিয়েছেন বিজ্ঞানীরা। কোনোভাবে সেই গ্লাস ভাঙা বা দাগ থাকলে ব্যবহার করতে নিষেধ করেছেন বিজ্ঞানীরা।আজ বাংলাদেশ সময় সকাল ৮:৩০ হতে দুপুর ২ টা পাঁচ মিনিট পর্যন্ত সূর্য গ্রহণ চলবে, সবাইকে সরাসরি সূর্য গ্রহন দেখা থেকে বিরত থাকতে বিশেষ অনুরোধ জানিয়েছেন নাসা গবেষণা সংস্থার বিজ্ঞানীরা।