
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:
দুরারোগ্য ব্যাধি ক্যান্সার আক্রান্ত নুরুল হক (৭০) দীর্ঘদিন থেকে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে ভুগছিলেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম লোক হিসেবে তার অসুস্থতা অনেকটা বিপাকে ফেলে দেয় পুরো পরিবারকে। তাকে বাঁচাতে মানবিক সহযোগিতা চেয়েছেন জাপার নেতা নুরুল হক। সে ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের সাবেক মেম্বার মুক্তিরগাও -হরিষপুর গ্রামের মৃত বশর আলী পুত্র। তার এক বছর হলো দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হন। এরপর স্থানীয় ডাক্তারদের থেকে শুরু কয়েক দফায় সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করান তিনি। এতে তার কোনো উন্নতি হয়নি। বর্তমানে তার শারিরিক অবস্থা খুবই শঙ্কটাপন্ন। সাবেক একজন জনপ্রতিনিধি ছিলেন নুরুল হক ক্যান্সার রোগে আত্রুান্ত হয়ে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ
হাসপাতালে তার কেমোথ্যারাপি চলছে।বর্তমানে টাকার অভাবে চিকিৎসার ব্যয়ভার বহন করতে হিমশিম খাচ্ছে তার নিম্ন মধ্যবিত্ত পরিবার। তার চিকিৎসার ব্যয়ভার করতে তার পরিবার এখন নি:স্ব হয়েছেন, সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে কেমোথ্যারাপি চলছে এবং দ্রুত অপারেশন করানোর কথা জানান। তাকে দ্রুত অপারেশন করানো না গেলে তিনি মারা যেতে পারেন বলেও জানান চিকিৎসকরা। সহায়-সম্বলহীন অপারেশনের জন্য টাকার ব্যবস্থা করতে পারেননি । তার ক্যান্সার আত্রুান্ত রোগের চিকিৎসা করে সম্পদ বলতে যা কিছু ছিল সব বিক্রি করে চিকিৎসা ব্যয়ভার করছেন। কেমোথ্যারাপির বিভীষিকাময় বর্ণনা দিতে গিয়ে নুরুল হক(সাবেক মেম্বার) বলেন সে জাপার উপজেলা শাখার
সাবেক প্রতিষ্ঠাতা।তার যখন থেরাপি চলে তখন মনে হয় নারি, ভুরি, কলিজা মুখ দিয়ে বের হয়ে আসবে। শরীরের রগ গুলি পুড়ে কালো হচ্ছে। তিনিও একদিন মুমূর্ষু অবস্থায় পতিত হচ্ছে।ক্যান্সারে আত্রুান্ত নুরুল হক বাচঁতে চায়। কিন্তু চোখের সামনে বিনা চিকিৎসায় একজন প্রতিবাদী মুখ মরতে ওতো দেখতে পারি না।’ এর জন্য মৃত্যু পথযাত্রীর চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী ও সমাজের বিত্তবানদের কাছে মানবিক সাহায্য প্রার্থন করেন নুরুল হক। তাকে সহযোগিতা ও যোগাযোগের জন্য মোবাইল নাম্বার- (বিকাশ) পার্সোনাল, ০১৭৪০৯২২১৬৫##