
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংরক্ষিত-৪ (৯, ১০ ও ১৩) নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর ও চট্টগ্রাম ওয়াসা পরিচালনা পরিষদের বোর্ড সদস্য এবং বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আবিদা আজাদ বলেছেন কোমলমতি শিক্ষার্থীদেরকে পড়ালেখার পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনায় বাঙ্গালি সংস্কৃতি চর্চায় পারদর্শি করে তুলতে শিক্ষকদের সচেতনতার সাথে দায়িত্ব পালন করতে হবে। অদ্য ১ জানুয়ারি ২০২০ইং মুজিব বর্ষের প্রথম দিনে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলুফার
জাহান’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালনা পরিষদের সাবেক সভাপতি ও আমেরিকার প্রবাসী আকতারুল ইসলাম আপ্পি, সহ-সভাপতি ইমতিয়াজ চৌধুরী। শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন শাহী আক্তার, মোঃ শোয়েব আলম চৌধুরী, শেখ শাখাওয়াত হোসেন, আনার ইয়াসমিন, রুবিনা পারভীন পীরজাদি, সেলিনা বেগম, দিলশাদ আরা তাজিন প্রমুখ। অনুষ্ঠানে বিদ্যালয়ের ৬৫০ জন শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়।