ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের ভূঞাপুরে অসহায় ও শীতার্থদের মাঝে ২ হাজার ৫০০ শীতবস্ত্র বিতরণ করেছেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার আসাদুজ্জামানের পুত্র কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা খন্দকার মশিউজ্জামান রোমেল (সিআইপি) ও তার ছোট বোন সংরক্ষিত মহিলা আসনের এমপি অপরাজিতা হক। শনিবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় উপজেলার গোবিন্দাসী বটতলা এলাকায় এ শীতবস্ত্র বিতরণের কার্যক্রম উদ্বোধন করেন তিনি। এরপর পৌর এলাকা, নিকরাইল বাজার, ধুবলিয়া স্কুল মাঠে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এ
সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক, টাঙ্গাইল জেলা ইউনিয়ন সচিব পরিষদের সভাপতি মো. সোরহাব উদ্দিন, পৌর প্যানেল মেয়র আব্দুস ছাত্তার, গাবসারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন জিন্নাহ্, গাবসারা ইউনিউয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মুক্তার হোসাইন প্রমুখসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।