
নিউজ ডেস্ক:
বর্তমানে বাংলাদেশের একজন অন্যতম জনপ্রিয় ইসলামীক বক্তা ড. মিজানুর রহমান আজহারী। হ’ঠাৎই অ’জ্ঞাত কারণে নিজের সব মাহফিল স্থ’গিত করে তিনি চলে গিয়েছেন মালয়েশিয়ায়। মালয়েশিয়া থেকে আজহারীর ফটো সামাজিক যো’গাযোগ মাধ্যমে ভা’ইরাল হয়। মিজানুর রহমান আজহারী যে গাড়িটি ক্রয় করেছেন সে গাড়িটি বাংলাদেশের বাজার মূল্য পাঁচ কোটি টাকা।
ছ’বিতে দেখা যাচ্ছে, আজহারী একটি বেন্টলি গাড়ি চালাচ্ছেন যার বাজারমূল্য কমপক্ষে পাঁচ কোটি টাকা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের প্রশ্ন উঠছে। ভ’ক্তরা প্রশ্ন করছেন, মহানবী হজরত মুহাম্মদ (সা:) এর সাদাসিধে জীবনযাপনের বয়ান করে আজহারী কী তাহলে কোটি কোটি টাকা কামিয়ে বিলাসবহুল জীবনযাপন করতেই মালয়েশিয়ায় চলে গেছেন? উল্লেখ্য, চলতি বছর মার্চ পর্যন্ত মিজানুর রহমান আজহারীর সব ধরণের মাহফিল স্থ’গিত করা হয়েছেন তিনি নিজেই।
ঠিক কী কারণে তিনি তার সব মাহফিল স্থগিত করেছেন তা পরিষ্কার করে বলেননি। তবে বিভিন্নস্থানে তার মাহফিলে বাধা আসছিলো। কোথাও কোথাও প্র’শাসনের অ’নুমতি না থাকার কারণে তিনি মাহফিল করতে পারেননি। তিনি মালয়েশিয়ায় চলে গেছেন এমন খবরও বেরিয়েছে। কিন্তু তাকে নিয়ে আ’লোচনা থামছেই না। সামাজিক যোগাযোগ মাধ্যমে, ওয়াজ মাহফিলে, সংসদে তাকে নিয়ে বাহাস চলছেই। কেউ কেউ বলছেন এমন একজন বক্তীর বিলাসবহুল জীবনযাপন মানানসই নয়।