
সাইফুদ্দিন রমিজ= এবি টিভি
চট্টগ্রামের আনোয়ারা, বরুমচড়া মহানগর ১ নম্বর ওয়ার্ড এলাকায় আজ শনিবার ২৮ মার্চ সমাজ সেবামূলক ও গণ সচেতনতা ভিত্তিক, স্প্রে ও মাস্ক বিতরণ করেন, সালাউদ্দিন সুমনের নিজ উদ্যোগে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণের, সময় উপস্থিত ছিলেন জাহাঙ্গীর,সোহেল, মহিম নেচার, এনাম,হেলাল,হাসিব,বোরহান আইবআলী,জসীমউদ্দীন।
https://www.facebook.com/ajanabangladesh/videos/245366313304236/
এসময় সালাউদ্দিন সুমন এবিটিভি কে বলেন, করোনাভাইরাস মোকাবেলায় সচেতন করতে নিজ উদ্যোগে আমি এই কাজ শুরু করি, সমাজের যারা বিত্তবান আছেন তাদের কাছে আকুল আবেদন তারা যাতে নিজ নিজ এলাকায় এসব সেবামূলক কাজ করে। যার যতটুকু সামর্থ্য আছে অসহায় গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি আরো বলেন আমরা নিজ নিজএলাকায় দায়িত্ব নিতে পারি তাহলে বর্তমান সরকার যে উদ্যোগ নিয়েছে তা খুব সহজে সফল হবে বলে মনে করি।