বাকি বিল্লাহ চৌধুরী: এবি টিভি
করোনা ভাইরাস প্রতিরোধে হোম কোয়ারেন্টাইনে থাকা বন্দর নগরী চট্টগ্রামের নির্বাচনী ৮ আসনের নিম্নআয়ের এক হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছাবেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ আসনে বিএনপি প্রার্থী আবু সুফিয়ান।শুক্রবার রাতে নিজের ফেসবুকে পোস্ট দিয়ে শ’খানেক স্বেচ্ছাসেবকের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে আগ্রহীদের অতিসত্ত্বর তার সাথে যোগাযোগের,
অনুরোধ জানিয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে এবিটিভি কে আবু সুফিয়ান বলেন, চলমান এই সংকটে আমার নির্বাচনী এলাকায় (চট্টগ্রাম-৮) যেহেতু আমি নির্বাচন করেছি সেই হিসেবে আমার নির্বাচনী এলাকার মানুষের ছোটখাটো অনেক চাওয়া থাকতে পারে তাই মানবিক দৃষ্টিকোণ থেকে প্রাথমিকভাবে এক হাজার দিন মজুর,
নিম্ন আয়ের মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।একই সাথে তিনি দেশের সকল বিত্তবান ব্যক্তি-প্রতিষ্ঠানকে এই সঙ্কটময় মুহূর্তে গরীর-দুঃখী এতিম অসহায় মেহনতী দিনমজুর মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।