
কাপ্তাই প্রতিনিধিঃ
রাঙ্গামাটি চন্দ্রঘোনার ফকিরের ঘোনা এলাকা থেকে গলা কাটা অবস্থায় এক যুবককে লাশ উদ্ধার করেছে কাপ্তাই থানা পুলিশ। আহত যুবকের নাম মোঃমনির আহম্মদ (২৩)।সে নোয়াপাড়া এলাকার আব্দুর রবের ছেলে। কাপ্তাই থানা অফিসার ইনচার্জ মোঃনাছির উদ্দিন, ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন ,গতকাল শনিবার (১৮এপ্রিল) রাত সাড়ে ৮টার সময় চন্দ্রঘোনার ফকিরের ঘোনা এলাকা থেকে গলা কাটা অবস্থায় মোঃমনির আহমদ নামক এক যুবককে উদ্ধার করি।
পরে আশম্কারজনক অবস্থায় তাকে চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালে ভর্তি করা হয়েছে।চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের ডাঃ জেমস বিলিয়ন জানান,আহতের অবস্থা বর্তমানে স্বাভাবিক রয়েছে ।তার গলা ছুরিকাঘাত করা হয়েছিল।আহত স্থানে সেলাই করা হয়েছে। চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী বলেন, আহত যুবকের পরিবার গত ৫ থেকে ৬ বছরে পূর্বে চন্দ্রঘোনার ফকিরে ঘোনা এলাকা হতে অন্যত্র চলে যায়। লক ডাউনের কয়েকদিন আগে এখানে আবার চলে আসেন তারা। তার পেশা সম্মন্ধেও এখনো সঠিক কোন তথ্য জানতে পারিনি।বর্তমানে আহত যুবক জীবিত রয়ছেন বলে জানান তিনি।