নিউজ ডেস্কঃ
সরকারি হাসপাতালের নার্সরা আর গণমাধ্যমের সঙ্গে কথা বলতে পারবে না— এমন নিষেধাজ্ঞা দিয়েছে নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতর এই নিষেধাজ্ঞা বলা হয়েছে সরকারি হাসপাতালে কোন নাচ গণমাধ্যম মিডিয়া কর্মীদের সামনে কথা বলতে পারবে না।
গত বুধবার (১৫ এপ্রিল) অধিদফতরের মহাপরিচালক (ডিজি) সিদ্দিকা আক্তার স্বাক্ষরিত এক আদেশে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ওই আদেশে বলা হয়েছে, ‘নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের আওতাধীন সব সরকারি কর্মকর্তা,কর্মচারীকে চাকরি বিধি অনুযায়ী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া জনসম্মুখে, সংবাদপত্রে বা অন্য কোনও গণমাধ্যমের সঙ্গে কোনো প্রকার আলোচনা, বিবৃতি বা মতামত প্রদান না করতে নির্দেশ দেওয়া হলো।’
সম্প্রতি করোনা রোগীদের সেবা দেওয়া বিভিন্ন নার্স অমানবিক অবস্থায় থাকার কথা জানিয়ে গণমাধ্যমে ক্ষোভের কথা জানিয়েছেন। তাদের অনেকেই অভিযোগ করে বলেছেন, করোনা রোগীদের সেবা করলেও তারা না পারছেন খেতে, না পারছেন ঘুমাতে। অনেককেই ঘুমাতে হয় স্টোর রুমে অথবা রোগীর বেডের নিচে। এমনকি কোনো নিরাপত্তাও অনেকেই পাচ্ছেন না। এ নিয়ে সমালোচনার মুখে এই অফিস আদেশ এলো।