
কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজার জেলার চকরিয়ায় রহস্যজনক অগ্নিকান্ডে এক যৌথ পরিবারের বিশাল বসতবাড়ি পুড়ে ছাঁই । উপজেলার বিএমচর ইউনিয়নের খঞ্জনি ঘোনা গ্রামে পহেলা মে (শুক্রবার) আনুমানিক রাত ১১ টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।এতে অন্তত ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেন বাড়ীর লোকজন। ক্ষতিগ্রস্ত পরিবারের গৃহকর্তা হাজী আকবর আহমদের পুত্র সুলতান বলেন, শুক্রবার রাত আনুমানিক ১১টার দিকে আকস্মিক বাড়ীর বিভিন্ন জায়গায় আগুন দেখা দেয়। এসময় বাড়ির আশপাশ্বের লোকজন যৌথভাবে আগুন নিভানোর চেষ্টা করে।
খবর পেয়ে ঘটনাস্থলে চকরিয়া ফায়ারসার্ভিসও হাজির হয়। কিন্ত শেষ পর্যন্ত বাড়ীটি আর রক্ষাকরা সম্ভব হয়নি । লোকজন সাহায্যের উদ্দেশ্যে আসতে না আসতেই আগুনের শিখা চারদিকে এমনভাবে ছড়িয়ে পড়ে যে তাৎক্ষনিক পুরো বাড়ি পুড়ে শেষ হয়ে যায়। বাড়ির মালিক সুলতান দাবী করেন আসবাবপত্রসহ এতে প্রায় ২৫ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। তবে এখনো আগুনের সুত্রপাত জানা যায়নি।