মোসলেম উদ্দিন(ইমন)
বিশ্বব্যাপী মহামারী করোনাভাইরাস বিশ্বের বিভিন্ন দেশে যেমন প্রভাব ফেলেছে তেমনি আমাদের মাতৃভূমি বাংলাদেশও রক্ষা পায়নি ভয়াবহ এই মহামারী করোনাভাইরাস থেকে, দেশে সরকারের দেয়া অঘোষিত লকডাউনের কারণে শহরের মানুষ যেমন, অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়েছে, ঠিক তদ্রুপ পার্বত্য অঞ্চলের মানুষের উপরেও পড়েছে এ প্রভাব, এবং নিম্নআয়ের মানুষের যেমন আয় রোজগার বন্ধ হয়ে গেছে ঠিক তেমনি বন্ধ হয়ে পড়েছে জীবন-জীবিকার।
বাংলাদেশের পার্বত্য অঞ্চলের মানুষের দুঃখের যেন শেষ নেই, দুর্গম পাহাড়ে সরকারি কোন সাহায্য জনপ্রতিনিধি সশরীরে দিয়ে আসতে পারে না পাহাড়ী দুর্গমের কারণে এমনতো অবস্থায় দেশ প্রেমিক সেনাবাহিনী নিজেদের কাঁধে করে পার্বত্য অঞ্চলের মানুষগুলোকের মুখে হাসি ফোটাতে পৌঁছে দিচ্ছে দোরগোড়ায় খাদ্য সামগ্রী।
দেশপ্রেমিক সেনাবাহিনীর এমন দৃশ্য দেখে পার্বত্য অঞ্চলের মানুষ গুলো রীতিমত অবাক, যেখানে জনপ্রতিনিধিদের কোন খবর নেই সেখানে দেশ প্রেমিক সেনাবাহিনী দরজায় এসে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া মানে অনেক আনন্দের বিষয় তাইতো আমরা বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে গর্ব করতে পারি এরাই তো বাংলা-মায়ের সূর্যসন্তান যাদের হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাবে দূর বহুদূর দূর।
আবার সেই সোনালী দিন আসবে ফিরে দাঁড়াবে বিশ্বের দরবারে আমার দেশ মাথা উঁচু করে আঁধার কাটিয়ে আসবে আলো করোনার প্রভাব আমাদের দেশ থেকে চলে গেলে অনেক ভালো, যেদিন ফিরে পাবো সেই সোনালি আগের দিন আমরা কি সুদ করিতে পারিব বাংলাদেশ সেনাবাহিনীর ঋণ।
স্যালুট বাংলাদেশ সেনাবাহিনী স্যালুট।