
মোঃ তাজুল ইসলাম মিয়াজীঃ
কুমিল্লা নাঙ্গলকোট উপজেলায় রায়কোট দক্ষিণ ইউনিয়ন বাসন্ডা গ্রামের মোঃ নুর আহম্মেদের ছেলে মাবুল হক (৫৩)বাহরাইন মহারক সেন্টার মার্কেটের ব্যাবসায়ী মাবুল হক বাহরাইন প্রবাসী, আজ বাহরাইন স্থানীয় সময় অনুমানিক সকাল ১০ টায় বাহরাইনে ( বিডিএফ) হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার।জানা যায় মাহাবুল হক ও তার ছেলে দুই জনই” করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন বাহরাইনে, প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে ছেলে সুস্থ হয়েছেন, কিন্ত বাঁচতে পারেনি মাহাবুল হক।
এলাকা সূত্রে জানা দীর্ঘ ২৫ বছর যাবত প্রবাস জীবন কাটিয়েছেন মাহাবুল হক, এবং তিনি বিভিন্ন রোগে ও আক্রান্ত ছিলেন বলে জানা যায়। এবং এলাকাবাসী আরো জানান, মৃত মাহাবুল হকের চলা ফেরা, কাজ কর্ম, খবুই ভালো এবং নামাজী লোক ছিলেন, এবং খুব ভালো লোক ছিলেন বলেও জানান এলাকাবাসী।
এবিষয় পরিবারের সাথে কথা বললে তাঁরা জানান তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়নি, তার হার্ডে ও ডায়াবেটিস রোগেও আক্রান্ত ছিল, আবার কেউ বলছে তিনি করোনায় আক্রান্তে আজ ২০ দিন যাবত করোনা আক্রান্ত হয়ে বাহরাইনে একটি হাসপাতালে ভর্তি ছিলেন। এবং মাহাবুল হকের পরিবার বাংলাদেশ সরকার ও বাহরাইন দূতাবাসের নিকট আকুল আবেদন করে বলেন, মৃত মাহাবুল হকের লাশ যেনো দেশে আনার ব্যাবস্থা করেন।