
মোঃ তাজুল ইসলাম মিয়াজী:ওমান প্রতিনিধি
ওমানে বিজয় মাস উপলক্ষে জয় বাংলার গানে অনুষ্ঠিত হয়,এতে দর্শকদের মাতালেন ওমান বাংলাদেশ স্কুল শিক্ষার্থীরা।
নাচে গানে মেতে উঠেছে শুক্রবার সন্ধা থেকে বাংলাদেশী স্কুল শিক্ষার্থীরা,
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওমানে নিযুক্ত বাংলাদেশী রাস্ট্রদূত মোঃ গোলাম সরওয়ার, অজানা বাংলাদেশ, মুভি বাংলা টেলিভিশনের ওমান সংবাদদাতা মোঃ তাজুল ইসলাম মিয়াজী, শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক ও ঘনমাধ্যম কর্মীরা সহ বিশিষ্ট ব্যাকৃতিরা,
ওমানে বাংলাদেশী রাস্ট্রদূত মোঃ গোলাম সরওয়ার বলেন বিনা কারনে কেউ স্কুলে এসে ছাত্রছাত্রীদের পড়ালেখায় বিঘ্ন ঘটাবেন না, ছাত্র ছাত্রী ভালো ভাবে লেখা পড়া করার সুযোগ করা হবে, এবং স্কুলে বিনা কারনে এসে শিক্ষকদের সময় নষ্ট না করার অনুরুদ্ধ জানিয়েছেন তিনি, এবং ওমানের সরকার শেখ সুলতান কাবুজ বিন সাইদ বিন কাবুজ এর প্রতি কৃতক প্রকাশ করেছেন ও ওমানে জনগনের প্রতি আন্তরিক কৃতক প্রকাশ করেছেন, তারা ওমানে ৫ টি বাংলাদেশ স্কুল প্রতিষ্ঠিত করার জন্য সাহায্য সহযোগিতা করেছে, তাই তাদের প্রতি কৃতক প্রকাশ করছেন,রাস্ট্রদূত গোলাম সরওয়ার।
তিনি আরো বলেন প্রবাসী বাংলাদেশীরা যেকোনো সমস্যা পরুক না কেনো বা কোন দরনের অসুবিধা হলে যেনো বাংলাদেশ দূতাবাসে এসে যোগাযোগ, এবং পরে স্কুলের ছাত্র ছাত্রী মাঝে পুরুষকার বিতরণ করেন। এবং ছাত্র ছাত্রী আরো ভালো রেজাল্ট করে বাংলাদেশ সুনাম অর্জন করার আহবান জানিয়েছেন।