
সুরাঙ্গন সঙ্গীতালয়, চট্টগ্রাম’র বার্ষিক পুরস্কার ও সনদপত্র প্রদান ৫ এপ্রিল শুক্রবার বিকেল ৫টায় চেরাগীর মোড়ে সুপ্রভাত স্টুডিও হলে অধ্যাপক বিশ্বাজিৎ চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের প্রথম পথ নাটক ‘যায় দিন ফাগুনো দিন’র রচয়িতা ও বরেণ্য নাট্যকার মিলন চৌধুরীকে সংবর্ধিত করা হয়। বরেণ্য অতিথি ছিলেন সাংবাদিক
সুভাষ দে, সাংবাদিক মুস্তফা নঈম, গল্পকার রবিন ঘোষ, অধ্যাপক মেঘনাদ চৌধুরী, প্রধান শিক্ষক বাবুল কুমার দে, কথাসাহিত্যিক জাহেদ মোতালেব, নাট্যজন তাপস চক্রবর্তী প্রমুখ। সুরাঙ্গনের শিল্পীদের পরিবেশনায় উদ্বোধনী সঙ্গীতের মধ্যদিয়ে স্বাগত বক্তব্য রাখেন, নজরুল সঙ্গীত শিল্পী পূরবী চক্রবর্তী। সুরাঙ্গনের ছাত্র-ছাত্রীরা পর পর অনেকগুলো গান,
নাচ, আবৃত্তি পরিবেশন করে। পরে অতিথিদের হাত থেকে সুরাঙ্গনের ছাত্র-ছাত্রীরা ক্রেস্ট ও সনদপত্র গ্রহণ করে। সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কবি তাপস চক্রবর্তী।